Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঋণের অঙ্কে রাজ্যের সেরা পূর্ব মেদিনীপুর, লক্ষ্যপূরণে হাতিয়ার ‘সৃষ্টিশ্রী’

কাজল মাইতি, দেশ মানুষ : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং তাঁদের হাতের কাজকে বাজারের দোরগোড়ায় পৌঁছে দিতে পূর্ব মেদিনীপুরে শুরু হলো ‘সৃষ্টিশ্রী’ মেলা। শুক্রবার বিকেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধ…

 কাজল মাইতি, দেশ মানুষ : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং তাঁদের হাতের কাজকে বাজারের দোরগোড়ায় পৌঁছে দিতে পূর্ব মেদিনীপুরে শুরু হলো ‘সৃষ্টিশ্রী’ মেলা। শুক্রবার বিকেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলা প্রাঙ্গণ থেকেই জেলা প্রশাসনের দাবি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়ার নিরিখে এই মুহূর্তে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এমনকি ঋণের গড় পরিমাণের নিরিখে এই জেলা দেশের মধ্যেও নজরকাড়া সাফল্য পেয়েছে।

​৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। মেলায় পূর্ব মেদিনীপুর ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রায় ৪০টি স্টল দিয়েছেন। প্রশাসনিক কর্তাদের মতে, এই মেলা কেবল কেনাবেচার জায়গা নয়, বরং মহিলাদের কাছে বাজার যাচাইয়ের একটি বড় সুযোগ। ক্রেতাদের পছন্দ-অপছন্দ এবং বর্তমান চাহিদার ট্রেন্ড বুঝতে পারলে আগামী দিনে ব্যবসা আরও বাড়াতে পারবেন এই হস্তশিল্পীরা।

​জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সাফল্যের খতিয়ান বেশ চমকপ্রদ:

​জেলায় প্রায় ৭৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যার মোট সদস্য সংখ্যা প্রায় সাত লক্ষ।

গত নভেম্বর মাস পর্যন্ত প্রায় ৩০ হাজার গোষ্ঠীকে মোট ২ হাজার ২০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

​প্রতিটি গোষ্ঠীকে দেওয়া ঋণের গড় পরিমাণ ৪ লক্ষ ১৯ হাজার টাকা। রাজ্যের মধ্যে এই পরিসংখ্যান প্রথম এবং সমগ্র দেশের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর।

​শুধু গোষ্ঠী নয়, প্রায় ৩ হাজার মহিলাকে ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেওয়া হয়েছে, যার মোট পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

​উদ্বোধনী অনুষ্ঠান

​এ দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, জেলাশাসক ইউনিস ঋসিন ইসমাইল,অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন নেহা ব্যানার্জি,  জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।

​জেলাশাসক তাঁর বক্তব্যে বলেন, "স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণের সুবিধায় আমাদের জেলা রাজ্যের সেরা। লোন দেওয়ার গড়ের নিরিখে আমরা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছি। এই মেলার মাধ্যমে মহিলারা যেমন উপার্জনের মুখ দেখবেন, তেমনই সাধারণ মানুষের চাহিদাও বুঝতে পারবেন, যা ভবিষ্যতে তাঁদের স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হবে।"

​সব মিলিয়ে, হস্তশিল্প আর ঋণের সঠিক মেলবন্ধনে পূর্ব মেদিনীপুরের মহিলারা এখন স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছেন।