বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের জৈন মন্দিরে বৃহস্পতিবার বুথ বিজয় অভিযান কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা পূর্ব পাঁশকুড়া বিধানসভার ২৫৭ টি বুথের কর্মীদের নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের জন…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের জৈন মন্দিরে বৃহস্পতিবার বুথ বিজয় অভিযান কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা পূর্ব পাঁশকুড়া বিধানসভার ২৫৭ টি বুথের কর্মীদের নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের জন্য একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করল। বুথ বিজয় অভিযানকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দ্র অধিকারী বুথের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের ভোট পরিচালনা করার ক্ষেত্রে করণীয় কাজ কি কি তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নানা ফন্দি ফিকির বিষয়গুলি নিয়ে সজাগ থাকার পরামর্শ জ্ঞাত করেন কর্মীদের । তিনি জানান এবারের বিধানসভা নির্বাচন ভারতীয় জনতার পার্টির কাছে গুরুত্বপূর্ণ। বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ফিরিয়ে আনার সঙ্গে নরেন্দ্র মোদি সরকারকে বাংলার কে উপহার দেওয়ার জন্য রাজ্যজুড়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে তৃণমূল কংগ্রেস কে রাজ্য থেকে উৎখাত করার জন্য নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়েছে তাকে শক্তিশালী রূপ দিতে হবে বলে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে বুথে কর্মীদের সঙ্গে পুনরায় আবার আলোচনায় বসা হবে বলে তিনি জানান। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবব্রত পট্টনায়ক, সংখ্যালঘু মোর্চার নেতৃত্ব সেক সাদ্দাম হোসেন, বিজেপি নেতা রাজিব জৈন, তাপস পাত্র, তুষার দোলুই থেকে শুরু করে কোলাঘাট ব্লকের পাঁচটি মন্ডলের নেতৃত্ব।