সাপ্তাহিক প্রতিযোগিতা - ০৪
বিভাগ - কবিতা
শিরোনাম - উষ্ণতম পরশ
কলমে - বিলাস ঘোষ
তারিখ - ০৫/০৪/২০২০
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
শুক্লা দ্বাদশীর চাঁদ একাই বেঁচে আছে
ফুল নেই, পাখি নেই....
আছে শুধু অন্ধকার৷
তোমার কাছে বেশিতো কিছু চাইনি,
শু…
সাপ্তাহিক প্রতিযোগিতা - ০৪
বিভাগ - কবিতা
শিরোনাম - উষ্ণতম পরশ
কলমে - বিলাস ঘোষ
তারিখ - ০৫/০৪/২০২০
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
শুক্লা দ্বাদশীর চাঁদ একাই বেঁচে আছে
ফুল নেই, পাখি নেই....
আছে শুধু অন্ধকার৷
তোমার কাছে বেশিতো কিছু চাইনি,
শুধু বাসনায় ছিল তোমার উষ্ণতম ছোঁয়া
প্রকৃতির বিদ্রুপে তাও আজ অসহায়৷
পূব থেকে পশ্চিমে যেতে যেতে থেমে যায় চাঁদের যাত্রাপথ
তবু স্নিগ্ধ আলোয় উষ্ণতার খোঁজে ভিখারির দশা
অপেক্ষায় অবিরত নিঃস্ব পথিকের আকাঙ্খা মনে -
উষ্ণতম পরশ পেতে চায় দুর্বল কায়া,
বিষন্নতা বয়ে আনে বাসন্তী হাওয়া
মেঘে ঢাকা চাঁদের মতো সাধনায় মত্ত্ব মানুষ
আশাহীন বুকে আশার বাঁধ গড়ে,
আলোর সন্ধানে পলকহীন দৃষ্টি খোঁজ করে
প্রকৃতির উষ্ণতম দিনে উষ্ণতার পরশ৷
___________________________________