নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম.... সমাজ সেবার জন্য ঝাড়খণ্ডের জামশেদপুরে সম্মানিত হলো সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সুবর্ণ রৈখিক পরিবার 'আমারকার ভাষা, আমারকার গর্ব। জমশেদপুরের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন প্রতীক সংঘ…
নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম.... সমাজ সেবার জন্য ঝাড়খণ্ডের জামশেদপুরে সম্মানিত হলো সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সুবর্ণ রৈখিক পরিবার 'আমারকার ভাষা, আমারকার গর্ব। জমশেদপুরের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনের উদ্যোগে মাইকেল জন প্রেক্ষাগৃহে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সুবর্ণ রৈখিক পরিবারেকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রবেশ পথে আমন্ত্রিত অতিথিদের ধামসা-মাদালের তালে পুষ্প বৃষ্টি,প্রজ্বলিত প্রদীপের থালা মাথায় ছুঁইয়ে , মাথায় চন্দনের ফোঁটা লাগিয়ে বরণ করে নেওয়া হয় প্রতীক সংর্ঘষ ফাউন্ডেশনের পক্ষ থেকে। প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে স্বাগত জানান ফাউন্ডেশনের নির্দেশক অরিজিৎ সরকার ও সমাজকর্মী সঞ্জয় চৌধুরী। অনুষ্ঠান মঞ্চে স্মারক দিয়ে সম্মানিত করা হয় সুবর্ণ রৈখিক পরিবারকে।
জামশেদপুর সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় প্রধান,দিলীপ ঘোষ, রাজীব ভূঞ্যা, স্বাধীন ভূঁই,, রাজকুমার প্রধান প্রমুখ। জমশেদপুরের সুবর্ণরৈখিক পরিবারের এই সম্মাননা প্রাপ্তিতে খুশি বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া, মুরলীধর বাগ সহ সুবর্ণ রৈখিক পরিবারের গোটা পরিচালক মন্ডলী এবং সুবর্ণ রৈখিক পরিবারের সদস্য-সদস্যারা। পাশাপাশি এই অনুষ্ঠানে প্রতীকের পক্ষ থেকে জামশেদপুরের আরো কয়েকটি সংস্থাকে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে জামশেদপুর রামকৃষ্ণ মিশনের অরুণ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।