Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

# সৃষ্টি সাহিত্য যাপন
"প্রহর ভাঙা উত্তর "/
 পৌলমী চ্যাটার্জী/
৩০.০৪.২০২১/
প্রতিশোধে চল হাত ধরি, কৌতূহলে জলে মিশিয়ে দিই নাড়ীর টান। বয়সভারী চিঠি তার বুকে যন্ত্রনা,বাজারি দপ্তরে, শাড়ির ভাঁজে ব্রাত্য সময়, ইনবক্সের মুখ ভার প…

 


# সৃষ্টি সাহিত্য যাপন


"প্রহর ভাঙা উত্তর "/


 পৌলমী চ্যাটার্জী/


৩০.০৪.২০২১/


প্রতিশোধে চল হাত ধরি, 

কৌতূহলে জলে মিশিয়ে দিই নাড়ীর টান। 

বয়সভারী চিঠি তার বুকে যন্ত্রনা,

বাজারি দপ্তরে, শাড়ির ভাঁজে ব্রাত্য সময়, 

ইনবক্সের মুখ ভার প্রেক্ষাপটে কেউ নেই, কিছু নেই। 


গণতন্ত্র র কোন রাশি নেই, 

নদীমাতৃক সমকাল ছিন্নভিন্ন। 

প্যারানয়েড সময় চলে, বাড়ে, 

নিয়ম আর নরকের দূরত্বে প্রবনতা গুলি আতংকে। 

দেশের স্পটলাইটে শান্তি ভবঘুরে দীন। 


জীবন পুষিয়ে নেয়, আকর্ষণ যত, 

এলোচুলে উজার হতে চায়, শেষের দহন। 

বেদখলে প্রিয় পরিসর, 

আধপেটা খুঁটি তে উপন্যাসের গতি।


বৃদ্ধ বিবেচনায় আনাগোনা ভরতে পারে ডালা, 

জননী নিজেকে ভোলে, ম্নান কলকলে। 

আরতি দ্বীপ হাতে আঁধারের যাত্রী চিরজীবী, 

ভাগ্যের বিধাতা একতায় বিলীন, 

বিহঙ্গ সংগীত স্বাক্ষর রাখে, ক্ষতর সৃজনে।।