Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্লাইড শো এর মাধ্যমে নজরুল ইসলামের জীবনচর্চা নিয়ে আলোচনা

বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুকপূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত ড্রিম কোয়েস্ট পাবলিক স্কুলে সোমবার কাজী নজরুল ইসলামের স্লাইড শো এর মাধ্যমে ১২৬ তম জন্ম বার্ষিকী ও সামার ফুড ফেস্টিভ্যাল ( ড্রিংক কম্পি…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।     তমলুক

পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত ড্রিম কোয়েস্ট পাবলিক স্কুলে সোমবার কাজী নজরুল ইসলামের স্লাইড শো এর মাধ্যমে ১২৬ তম জন্ম বার্ষিকী ও সামার ফুড ফেস্টিভ্যাল ( ড্রিংক কম্পিটিশন ) অনুষ্ঠিত হল। বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ সুকুমার মাইতি, আবহাওয়া বিদ অশোক হাজরা, সোমনাথ চক্রবর্তী, চন্দন চক্রবর্তী প্রমুখ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সুশান্ত সামন্ত, ডিরেক্টর অভিজিৎ সামন্ত। অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন লালিমা চক্রবর্তী।