Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশিত হলো পুস্তক 'মেদিনী গৌরব প্রণবেশ'

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .....অখণ্ড মেদিনীপুরের ভূমিপুত্র সল্টলেক নিবাসী গণিত বইয়ের বিশিষ্ট গ্রন্থকার অধ্যাপক প্রণবেশ  জানার ৮০ তম জন্মদিনে  কলকাতার ভারত সভা হলে প্রকাশিত হলো  'মেদিনী গৌরব  প্রণবেশ'পুস্তকটি বইটি সম্পাদ…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .....অখণ্ড মেদিনীপুরের ভূমিপুত্র সল্টলেক নিবাসী গণিত বইয়ের বিশিষ্ট গ্রন্থকার অধ্যাপক প্রণবেশ  জানার ৮০ তম জন্মদিনে  কলকাতার ভারত সভা হলে প্রকাশিত হলো  'মেদিনী গৌরব  প্রণবেশ'পুস্তকটি 

বইটি সম্পাদনা করেছেন দুই শিক্ষক ড۔ সুজন কুমার বালা ও সংলাপ মাইতি l সচিত্র বইটিতে কলম ধরেছেন উনার স্কুল শিক্ষক রাধাকান্ত চক্রবর্তী , বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শুদ্ধাত্মানন্দ মহারাজ , দুই সম্পাদক , সাহিত্যিক মন্মথনাথ দাস , লোকসংস্কৃতি গবেষক ড۔ মধুপ দে,প্রাক্তন উপাচার্য ড۔ গোপালচন্দ্র মিশ্র , প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ , রতিকান্ত মালাকার , শিশির বাগ , নন্দদুলাল ভট্টাচার্য্য , অমিত কুমার সাহু,বিনোদ মন্ডল,ড۔ প্রসূন পড়িয়া,ড۔ অনির্বান দাস , অতনু  মিত্র , জন্মেঞ্জয় সাহু,শিখা মাইতি,ড۔ সৌরভ চক্রবর্তী ,অমিয় কুমার মাইতি,অধ্যাপক শ্যামাপদ জানা, অপূর্ব দাস ,  সহ অধ্যাপক,শিক্ষক , ছাত্রছাত্রী ও অনুরাগীরা l


 অধ্যাপক জানা একাধিক কলেজের অধ্যাপকের ও ডিপার্টমেন্টের প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি অধ্যাপক প্রণবেশ জানার লেখা জনপ্রিয় অংকের বইগুলি শিশু পাঠ্য থেকে উচ্চ মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্সে মিলে প্রায় ৩৭ টি অংকের বই লিখেছেন l

বইগুলি কয়েক লক্ষ শিক্ষার্থীর শৈশব থেকে কৈশরে উত্তীর্ণ হওয়ার এক অন্যন্য দিশারী।


  অধ্যাপক প্রণবেশ জানার সুযোগ্য নেতৃত্বে মেদিনীপুর সমন্বয় সংস্থার মাধ্যমে কলকাতার শ্যামবাজারে গড়ে ওঠে মেদিনীপুর ভবন l 

নয়ের দশকের শেষার্ধে বহু শিক্ষার্থী বাইরের রাজ্যে ইঞ্জিয়ারিং পড়তে চলে যেতে তাই তদানীন্তন সরকারকে বাধ্য করেছিলেন পশ্চিমবঙ্গে বেসরকারী ইঞ্জিয়ারিং কলেজ গড়ে তোলার অসাধ্য কাজ l


তাই এহেন আত্মপ্রচার বিমুখ মানুষটিকে তাঁর অনুরাগীরা বাধ্য করেছেন ৮০তম জন্মদিন পালন  ও 'মেদিনী গৌরব প্রণবেশ' বইটি প্রকাশ কারাতে l অনুষ্ঠানে দুই শতাধিক উপস্থিত বিশিষ্ট অনুরাগী ও হিতাকাঙ্খীরা অধ্যাপক জানার নীরোগ ও দীর্ঘায়ু জীবন কামনা করেন l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও সংসদ কিরণময় নন্দ,বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ , ভারত সভা হলের সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের সভায় সভাপতিত্ব করেন মন্মথ নাথ দাস।