অরুণ কুমার সাউ, তমলুক:কার্গিল বিজয় দিবস উদযাপন ও অপারেশন সিন্দুর সাফল্যের বীর সৈনিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হল তমলুকের নিমতৌড়িতে স্মৃতিসৌধ ভবনে। এদিন কয়েকজন বীর শহীদ পরিবারের প্রতিও সংবর্ধনা প্রদান সহ রক্তদান শিবির অনুষ্ঠি…
অরুণ কুমার সাউ, তমলুক:কার্গিল বিজয় দিবস উদযাপন ও অপারেশন সিন্দুর সাফল্যের বীর সৈনিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হল তমলুকের নিমতৌড়িতে স্মৃতিসৌধ ভবনে। এদিন কয়েকজন বীর শহীদ পরিবারের প্রতিও সংবর্ধনা প্রদান সহ রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা এক্স সার্ভিস ম্যান সেলের উদ্যোগে।
১৯৯৯ সালের লাদাখের উত্তর কার্গিল জেলার পাহাড়ের চূড়ায় পাকিস্তানি বাহিনীকে তাদের দখলকৃত অবস্থান থেকে বিতাড়িত করেছিলেন ভারতীয় সেনাবাহিনী। কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় উদযাপনের জন্য প্রতি বছর কার্গিল দিবস পালন করা হয়। শনিবার অনুষ্ঠানের শুরুতে পুষ্পার্ঘ্য নিবেদন এর মাধ্যমে কার্গিল বিজয় দিবসে ভারত মাতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর নন্দকুমার থানার দুই বীর শহীদ পরিবারকে সম্বর্ধনা প্রদান করা হয়। বীর শহীদ প্রবীর সামন্ত-এর পিতা মলয় সামন্ত ও মাতা কল্পনা সামন্ত এবং বীর শহীদ অমিতাভ বেরা স্ত্রী সুদীপা বেরার প্রতি সম্মান দেওয়া হয়। পাশাপাশি বীর শহীদদের প্রতি সম্মান জানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৫৪ জন রক্তদান করে।
শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এক সার্ভিস ম্যান সেল এর রাজ্য কনভেনার ক্যাপ্টেন অর্ণব চক্রবর্তী, বিজেপি জেলা সভাপতি মলয় সিনহা, রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি, নীলাঞ্জন অধিকারী সহ অন্যান্যরা। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অপারেশন সিন্দুর মিশন ভারতীয় সৈনিকদের কার্যকলাপ কে বিশ্বের দরবারে সম্মানিত করে।
কারগিল বিজয় দিবস উদযাপন এবং অপারেশন সিঁন্দুরের সাফল্যের বীর সৈনিক এবং বীর শহীদ পরিবারকে সম্বর্ধনা ও শহীদ স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের স্মৃতিসৌধে। আয়োজনে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার এক্স সার্ভিস ম্যান সেল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীর শহীদ পরিবারদের সম্বর্ধনা জানান।
রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন গতকাল আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন। বর্ডারের জেলাগুলিতে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা ও মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে। আমি জ্ঞানেশ কুমার জীকে লিখবো । আজ থেকে যে ডোমিসাল সার্টিফিকেট দেওয়া হবে তা না গ্রহণ করতে।
ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে রাজ্যের ৮টি সীমান্তবর্তী জেলাগুলিতে ৭৫ হাজার মুসলমানকে ৬ নম্বর ফর্ম দেওয়া হয়েছে।
মমতা ব্যানার্জী জেনে রাখুন এবার আইপ্যাঈের প্রতীক জৈন ,গৌতম স্যানালরা কেউ আপনাকে বাঁচাতে পারবেনা। যা করছেন খবর আসছে। বিজেপি যা লড়াই করার করবে।
আমি ধমকি নয় রাজ্যের ডিএম বিডিওদের সতর্ক করছি আপনারা যদি আজ থেকে শুনানির সময় ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করেন তাহলে পাঠান কালীর মতৌ আপনাদের কপালে দূঃখ আছে।
আমি বিএলও নিয়ে অভিযোগ করার পর সারা দেশে পরিবর্তধ হয়েগিয়েছে। পার্মানেন্ট স্টাফদের নিয়োগ করা হয়েছে। এরাজ্যে যেখানে অনেক জায়গায় পরিবর্তন হয়নি বলা হচ্ছে পার্মানেন্ট স্টাফ নেই ওখানে। আমি প্রামান করে দেবো পার্মানেন্ট স্টাফ থাকা সত্বেও দেওয়া হয়নি । জেলে যেতে হবে।
আপনারা জানেননা বিহারে যে এসআইআর হয়েছে সেখানে ৪০৩জনের নামে এফআইআর হয়েছে। ৫৩ জন বিএলও অ্যারেস্ট আছে।
পূর্বমেদিনীপুরে সভাধিপতিকে নিয়ে মিটিং করে বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দেু মাজি। আমি যা করার করবো।
দিল্লী পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী । ১৫আগষ্টের পর কন্যা সুরক্ষার মতো আমি রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশমুক্ত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই।।
আমি আমার ঠিকাদার ভাই বোনদের বলবো কাজ করবেননা । আগের কাজের টাকা পাননি । মাল মেটিরিয়ালের দাম পাননি কাজ করবেননা। কাজ করতে গেলে তৃণমূলের বুথ সভাপতি বলবে ভোটের জন্যে ২লাখ দিন।