অরুণ কুমার সাউ,কাঁথি:* পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত ২ মাসে হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে মালিকদের মারিশদা থানায় ডেকে সংশ্লিষ্ট থানাগুলির পুলিশ মোবাইল ফোনগুলো হস্তান্তর করে। শ…
অরুণ কুমার সাউ,কাঁথি:* পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত ২ মাসে হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে মালিকদের মারিশদা থানায় ডেকে সংশ্লিষ্ট থানাগুলির পুলিশ মোবাইল ফোনগুলো হস্তান্তর করে। শনিবার বেলার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
পুলিশ জানায়, ১৬০ টি স্মার্ট ফোন হারানোর অভিযোগের প্রেক্ষিতে গত মে, জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, রামনগর, দীঘা মোহনা, দীঘা, জুনপুট কোস্টাল, মারিশদা, খেজুরি এবং ভূপতিনগর থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে মালিকদের ডেকে এই ফোনগুলো হস্তান্তর করা হয়।