Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খেজুরিতে অস্বাভাবিক দুই ব্যক্তির মৃত্যু, দোষীদের শাস্তির দাবিতে থানা ঘেরাও

অরুন কুমার সাউ, খেজুরি : দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, আর এই ঘটনাকে ঘিরেই সরগরম পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকা। দোষীদের গ্রেফতারের দাবিতে খেজুরি থানা ঘেরাও ।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের দিকে জনকার ভাঙনমারি গ্রা…


অরুন কুমার সাউ, খেজুরি : দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, আর এই ঘটনাকে ঘিরেই সরগরম পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকা। দোষীদের গ্রেফতারের দাবিতে খেজুরি থানা ঘেরাও ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের দিকে জনকার ভাঙনমারি গ্রামে একটি জলসার আয়োজন করেছিল স্থানীয় কিছু যুবক। সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা সুজিত দাস(২৩) ও ঝাঁটিহারি গ্রামের সুধীর চন্দ্র পাইক (৬৬) ।সেই অনুষ্ঠানস্থলেই দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর।স্থানীয়দের দাবী অনুষ্ঠানস্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির ওপর। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে খেজুরি থানার পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

ঘটনাস্থল

মৃত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবী করে এই ঘটনায় তদন্তের দাবী জানিয়ে সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্বরা।এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সত্য উদঘাটনের জন্য  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  রাজ্যের পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত শুরু করার দাবি জানান। শনিবার নিজের সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গতঃ নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের পার্শ্ববর্তী খেজুরির এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবী তুলেছেন শুভেন্দু।

মৃতদের পরিবারের সাথে বিজেপির নেতৃত্ব

তাঁর দাবী, ওই ব্যক্তিদের প্রাণে মেরে ফেলা হয়েছে। তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দিতে হবে। যদিও তৃণমূলের জেলা কমিটির পক্ষ থেকে জানান, “রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে অশাবধানতাবশতঃ দুই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়েছিলেন। এর জেরে তাঁদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত”।