নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর শেষপর্যন্ত একপ্রকার জনরোষের চাপে বেবী কোলে কে বহিষ্কার করলো তৃণমূল।কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার খরিদা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেত্রী দেবীকোলে শর্মা প্রবীণ বাম নেতা অনিন্…
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
শেষপর্যন্ত একপ্রকার জনরোষের চাপে বেবী কোলে কে বহিষ্কার করলো তৃণমূল।কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার খরিদা এলাকায় তৃণমূল কংগ্রেসের নেত্রী দেবীকোলে শর্মা প্রবীণ বাম নেতা অনিন্দ দাস কে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে বেদম মারধর করে বলে অভিযোগ।
যার ফলে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেবি কোলে শর্মা কে শোকজ করা হয়। তিনি দলের জেলা সভাপতি সুজয় হাজরা কে শোকজ এর জবাব দেন। তাতে দল সন্তুষ্ট নয়। তাই সোমবার দলের রাজ্য সুব্রত বক্সীর নির্দেশে খড়্গপুর শহরের তৃণমূল কংগ্রেসের নেত্রী বেবি কোলে শর্মা কে দল থেকে বহিষ্কার করা হয়।
প্রাথমিক ভাবে এককথা ঘোষণা করেন দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।পরে এই বিষয়ে একই কথা বলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি বলেন দল বিরোধী কোন কাজ দল কোনদিন সমর্থন করেনা। তাই বেবি কোলে শর্মা যে কাজ করেছে তা অতি নিন্দনীয়।
তাই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে বেবি কোলে শর্মাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা জানান। অন্যদিকে পুলিশ এই বিষয়ে কোনো দৃঢ় পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে অনিল দাস হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাঁর স্ত্রী ন্যায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।