নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার কেশিয়াপাতা হাইস্কুলে একুশে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভ…
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার কেশিয়াপাতা হাইস্কুলে একুশে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু,ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউত সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাও কর্মীরা। ওই সভায় ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র বলেন আগামী একুশে জুলাই কোলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করা হয়েছে। যেখানে শহীদ স্মরণ সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করেন। সেই সঙ্গে তিনি বলেন একুশে জুলাই মানে নতুন দিশা, নতুন ভাবনা,নতুন চিন্তা।তাই একুশে জুলাই কোলকাতার ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশ সর্বতোভাবে বিপুল সাড়া ফেলতে তারা প্রচার চালিয়ে যাচ্ছেন। ওই সভায় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু বলেন আগামী একুশে জুলাই ঝাড়গ্রাম তথা জঙ্গলমহল থেকে হাজার হাজার মানুষ যাবেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। তাই ঝাড়গ্রাম জেলার প্রতিটি এলাকার মতো সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে আগামী একুশে জুলাই কোলকাতার ধর্মতলার শহীদ স্মরণসভায় শামিল হওয়ার জন্য আহ্বান জানান।