নিজস্ব প্রতিবেদক, পুরুলিয়া...নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে সমিতির জেলা শাখার সদস্য শিক্ষক নেতৃত্ব দীনবন্ধু গোস্বামীর স্মরণ সভা জয়পুর আর বি বি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল। সভায় সভাপতিত্ব করেন সমিত…
নিজস্ব প্রতিবেদক, পুরুলিয়া...নিখিল বঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে সমিতির জেলা শাখার সদস্য শিক্ষক নেতৃত্ব দীনবন্ধু গোস্বামীর স্মরণ সভা জয়পুর আর বি বি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল।
সভায় সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সহ সভানেত্রী মল্লিকা সান্যাল। স্মরণ সভায় বক্তব্য রাখেন সমিতির জেলা সম্পাদক ব্যোমকেশ দাস, সহ-সম্পাদক সন্দীপ ব্যানার্জী ,জয়পুর আর বি বি হাই স্কুলের প্রধান শিক্ষক সুরেশ কুমার, শিক্ষক ধনঞ্জয় বাউরী,শরদিন্দু চক্রবর্তী, ভাস্কর চৌধুরী প্রমুখ।
জয়পুর আর বি বি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সঙ্গীতা চ্যাটার্জী, সপ্তমী ঘোষাল এবং শিক্ষক ভাস্কর চৌধুরী সংগীত ও ছাত্রী প্রিয়া ব্যানার্জি আবৃত্তি পরিবেশন করেন।