নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরপরকীয়ার অভিযোগ তুলে বিজেপির বুথ সভাপতিকে খুটিতে বেঁধে মারধর। চড় থাপ্পড়, জনতার রোষ থেকে বিজেপি নেতাকে উদ্ধার করল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ইড়পালা অঞ্চলের যদুপুরের এক মহিলার সাথে পরকীয়…
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
পরকীয়ার অভিযোগ তুলে বিজেপির বুথ সভাপতিকে খুটিতে বেঁধে মারধর। চড় থাপ্পড়, জনতার রোষ থেকে বিজেপি নেতাকে উদ্ধার করল পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার
ঘাটালের ইড়পালা অঞ্চলের যদুপুরের এক মহিলার সাথে পরকীয়া সম্পর্কে বিতর্কে জড়ান এই ব্যক্তি,তিনি বিজেপির বুথ সভাপতি বলে স্থানীয় সুত্রে খবর। সূত্রের খবর তিমির মালিকের সাথে ওই এলাকার এক বিধবা মহিলার সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্কে তৃতীয় পুরুষের আবির্ভাব হতেই ওই মহিলার সাথে সর্ম্পকের অবনতী ও বিতর্ক শুরু হয়। তার পরেই গণ্ডগোল।
তিমির মালিক হলেন বিজেপির যদুপুর বুথ কমিটির সভাপতি। বিজেপির সভাপতি বিবাহিত এবং তার সন্তান রয়েছে। তারপরেও প্রতিবেশী এক বিধবার বাড়িতে মাঝ রাতে নিয়মিত যেতেন। গ্রামবাসীরাও নজর রাখছিলেন। অবশেষে ওই বিধবার বাড়িতে বিজেপি নেতাকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন গ্রামবাসীরা, এরপর তাকে গাছে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বিজেপি নেতাকে উদ্ধার করে নিয়ে যায়। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।