Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জরুরি প্রয়োজনে রক্ত দিতে এগিয়ে এলেন চিকিৎসক ডাঃ অভিষেক মাহাতো

নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম ..... চিকিৎসকের মানবিকতার সাক্ষী থাকলো ঝাড়গ্রাম শহর।ঝাড়গ্রাম সেবাসদন নার্সিংহোমে চিকিৎসাধীন চাঁপারানী মাহাতোর অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে তিন ইউনিট A+ রক্তের প্রয়োজন ছিল। এর মধ্যে দুই ইউনিট রক্ত ই…

 


নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম .....

 চিকিৎসকের মানবিকতার সাক্ষী থাকলো ঝাড়গ্রাম শহর।ঝাড়গ্রাম সেবাসদন নার্সিংহোমে চিকিৎসাধীন চাঁপারানী মাহাতোর অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে তিন ইউনিট A+ রক্তের প্রয়োজন ছিল। এর মধ্যে দুই ইউনিট রক্ত ইতিমধ্যে দুজন স্বেচ্ছাসেবী রক্তদাতা দান করেছিলেন ।


অবশিষ্ট এক ইউনিট রক্তের প্রয়োজনের কথা জানতে পেরে রক্ত দিতে এগিয়ে এলেন দন্ত্য চিকিৎসক  ডাঃ অভিষেক মাহাতো।চেম্বার শেষে বাড়ি ফেরার পথে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে অবস্থিত ব্লাড সেন্টারে গিয়ে  রক্তদান করেন।