Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় সাপ নিয়ে সেমিনার

অরুণ কুমার সাউ, পাঁশকুড়া:একটানা বৃষ্টি, তার উপর জল মগ্নএলাকা ফলে সাপের উপদ্রব যথেষ্ট। সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য রবিবার পাঁশকুড়ার হাউর অঞ্চলে ছাত্র-ছাত্রীদের নিয়ে সর্প দংশন ও তা…


অরুণ কুমার সাউ, পাঁশকুড়া:একটানা বৃষ্টি, তার উপর জল মগ্নএলাকা ফলে সাপের উপদ্রব যথেষ্ট। সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য রবিবার পাঁশকুড়ার হাউর অঞ্চলে ছাত্র-ছাত্রীদের নিয়ে সর্প দংশন ও তার প্রতিকার সম্পর্কিত একটি সেমিনার আয়োজন করা হয়। এই সেমিনারের বিশেষ উদ্যোগ নিয়েছিল নবনবীন এডুকেশন এন্ড কেরিয়ার ইউনিট ও সাইরাস ক্যারিয়ার গাইডেন্স। এদিন সেমিনারে মুখ্য আলোচক ছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কুইজমাস্টার ও সর্প বিশেষজ্ঞ বিশিষ্ট শিক্ষক অরিন্দম দাস। উনাকে সহযোগিতা করেন সংগঠনের মুকুল প্রসাদ পাল, মৃণাল চক্রবর্তী সহ অন্যান্যরা।

সর্প দংশন ও তার প্রতিকারের উপায় সম্পর্কিত আলোচনার পাশাপাশি , জীববৈচিত্র বজায় রাখার জন্য সাপকে বাঁচিয়ে রাখা কতটা প্রয়োজন বা সাপে দংশন করলে আতঙ্কিত না হয়ে কি কি পন্থা অবলম্বন করা যায় সে সম্পর্কিত ব্যাপারে সেমিনারে আলোচনা হয়।


সেমিনারে উপস্থিত ছাত্র-ছাত্রীরা বলেন তারা ভীষণ সমৃদ্ধ হয়েছে ।বিভিন্ন ধরনের সাপ সম্পর্কে তাদের ধারণা বৃদ্ধি পেয়েছে। আয়োজকদের মধ্যে অন্যতম শুভাশিস প্রধান বলেন - ভয়-ভীতি দূর করে কিভাবে সাবধান সচেতনতা অবলম্বন করে সর্প দংশন ও তার সঠিক প্রতিকার করা যায়, এছাড়া কিভাবে জীব বৈচিত্র্য বজায় রাখা যায় সে ব্যাপারেই ছাত্র-ছাত্রীদের ধারণা দেওয়ার জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছে।