অরুণ কুমার সাউ,পূর্ব মেদিনীপুর ,তমলুক : বাংলা ভাষা কে বাঁচাতে পথে লাল ঝান্ডা! তৃণমূলের অপরাধের সুযোগ নিয়ে বিজেপি বাংলা ও বাংলা ভাষা কে আক্রমণ করছে--বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলছে কেন্দ্রীয় সরকার…
অরুণ কুমার সাউ,পূর্ব মেদিনীপুর ,তমলুক :
বাংলা ভাষা কে বাঁচাতে পথে লাল ঝান্ডা! তৃণমূলের অপরাধের সুযোগ নিয়ে বিজেপি বাংলা ও বাংলা ভাষা কে আক্রমণ করছে--বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলছে কেন্দ্রীয় সরকার। এমনি অভিযোগ তুলে অভিজিৎ গাঙ্গুলির লোকসভা কেন্দ্র তমলুকে বিশাল প্রতিবাদ মিছিল করলো বামফ্রন্ট। তমলুক এর মানিকতলা মোড় হাসপাতাল মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয়।
এই মিছিলের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী,পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি ,ইব্রাহিম আলী,আশীষ প্রামানিক সহ নেতৃতরা।
দেশের বিভিন্ন প্রান্তে, বিজেপি শাসিত রাজ্য গুলোতে বাংলা ভাষা ও বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণের বিরুদ্ধে শনিবার ২৬ শে জুলাই পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের ডাকে -তমলুক শহর জুড়েই প্রতিবাদ মিছিল সংগঠিত হলো।
সেদিন বিকেল চারটায় তমলুকের মানিকতলা থেকে মিছিল শুরু করে হসপিটাল মোড় পর্যন্ত চলে। মিছিলে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী ও জেলা বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন সিহি , পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক,সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বগণ।
সুজন চক্রবর্তী বলেন - দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী বিশেষত: খেটে খাওয়া মানুষের উপর আরএসএস-বিজেপি বাহিনীর আক্রমণ চালাছে।বিজেপি শাসিত রাজ্যে খেটে খাওয়া শ্রমিকদের অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।"
বাম নেতা সুজন চক্রবর্তী র অভিযোগ যে কেন্দ্রীয় সরকার এখানে দ্বিচারিতা করছেন। একদিকে অটুট ভারতের কথা বলছেন। আবার অপরদিকে যে ভাবে বাংলা ভাষার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে।বাংলার মর্যাদার বিরুদ্ধে আক্রমণ হচ্ছে।বাংলার ভবিষ্যতের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে।বিজেপি বাংলা কে বিপন্ন করতে চায়।বাংলা ভাষা কে বিপন্ন করতে চাইছে। তৃণমূলের অপরাধের সুযোগ নিয়ে বাংলার উপর আক্রমণ করছে বিজেপি বলে অভিযোগ করেন বামনেতা।"