নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর....শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষ্যে বিজেপির মেদিনীপুর মন্ডল -২-এর অন্তর্গত ২৪ নং ওয়ার্ড ও ২৫ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং অন্যান্যদের সহযোগিতায় মেদিনীপুর শহরের রাঙামাটির একটি লজে অনু…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর....শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষ্যে বিজেপির মেদিনীপুর মন্ডল -২-এর অন্তর্গত ২৪ নং ওয়ার্ড ও ২৫ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং অন্যান্যদের সহযোগিতায় মেদিনীপুর শহরের রাঙামাটির একটি লজে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়।শিবিরে বেশ কয়েকজন মহিলা মোট ৫৬ জন রক্তদাতা রক্তদান করেন।
রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত বি জে পি জেলা সভাপতি সমিত কুমার মন্ডল, রাজ্য সহ-সভাপতি সমিত দাস, মন্ডল সভানেত্রী বীথিকা চৌধুরী,জেলা নেতৃত্ব ড.শংকর কুমার গুচ্ছাইত,বিজেপি নেতৃত্ব সুশান্ত কুমার ঘোষ, দীনবন্ধু ঘোষ,চন্দন ঘোষ, রঞ্জন ঘোষ,পারিজাত সেনগুপ্ত রতন মিশ্র, সুভাষ দত্ত,সঞ্জয় সহিশ,রাহুল ঘোষ প্রমুখ।
রক্তদান শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিজেপি নেতৃত্ব তথা প্রাক্তন ফুটবলার সুশান্ত কুমার ঘোষ ও বিজেপি নেতৃত্ব দীনবন্ধু ঘোষ।