Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে সাড়ম্বরে উদযাপিত হলো উল্টো রথযাত্রা,শেষ হলো রথের মেলা

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... শনিবার সাড়ম্বরে উদযাপিত হলো মেদিনীপুর শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব। এদিন বিকেল ৫ টা নাগাদ নতুন বাজার মাসী বাড়ি থেকে ভক্তদের উপস্থিততে উল্টৈরথ যাত্রা শুরু হয়। সন্ধা সাড়ে…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... শনিবার সাড়ম্বরে উদযাপিত হলো মেদিনীপুর শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব। এদিন বিকেল ৫ টা নাগাদ নতুন বাজার মাসী বাড়ি থেকে ভক্তদের উপস্থিততে উল্টৈরথ যাত্রা শুরু হয়। সন্ধা সাড়ে আটটা নাগাদ পঞ্চুর চকে সন্ধ্যা রতি হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে হাজার হাজার পুণ্যার্থীর দর্শন দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ মধ্যরাতে জগন্নাথ মন্দিরে পৌঁছায়। আর এদিন মধ্যরাতেই আনুষ্ঠানিক ভাবে শেষ হয়ে যায় নতুন বাজার রথের মেলা। এদিনও রথযাত্রা দেখতে এবং জগন্নাথ মন্দির চত্বরের মেলা ও নতুন বাজার মাসী বাড়ি প্রাঙ্গণের মেলায় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। প্রথম রথযাত্রার ঠিক পরের দিন ছিল বিশ্রাম। আর বিশ্রামের পরের দিন থেকে বিভিন্ন বেশে ভক্তদের দর্শন দেন জগন্নাথ,বলরাম, সুভদ্রা। যথাক্রমে নারায়ণ বেশ, রাখাল রাজা বেশ, রাজ বেশ, বামন অবতার বেশ,রাম রাজা বেশ ও কল্কি অবতার বেশ ধারণ করেন তিন জন।

রাজ বেশের দিন মন্দির থেকে রথে বেরিয়ে নগর পরিক্রমা করে রাতে জগন্নাথের সাথে 'কলহ' করে যান লক্ষ্মী দেবী। প্রতিদিন মেলা দেখতে ভীড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। শনিবার মেদিনীপুর ইসকনের উদ্যোগেও উল্টো রথযাত্রা হয়। খড়্গপুর শহরেও মহাসমারোহে উদযাপিত হয় উল্টো যাত্রা উৎসব।