নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....আর কয়েকটা দিন পরেই শহীদ স্মরণে ২১ শে জুলাই তারিখে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে জন সমাবেশ। এই সমাবেশ কে সফল করতে তৃণমূলের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে …
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....আর কয়েকটা দিন পরেই শহীদ স্মরণে ২১ শে জুলাই তারিখে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে জন সমাবেশ। এই সমাবেশ কে সফল করতে তৃণমূলের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে জোরদার প্রচার।এই প্রচারের চূড়ান্ত রূপ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলা সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার বিকেল মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো 'মহামিছিল' ও সমাবেশ।
এদিন বিকেলে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দান থেকে মিছিল শুরু হয়ে গোলকুঁয়াচক, বটলতাচক, কেরানিতলা হয়ে ক্ষুদিরাম মোড়ে পৌঁছায় সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জুন মালিয়া ,সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য, সুজয় হাজরা, দীনেন রায়, শ্রীকান্ত মাহাতো,নির্মাল্য চক্রবর্তী সূর্য অট্ট,বিক্রম প্রধান, উত্তরা সিং হাজরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী। সভায় দেবাংশু ভট্টাচার্য বলেন ২০২৬ এ পুনরায় তৃণমূল ক্ষমতায় আসবে ২৩০+ আসন নিয়ে। তিনি বলেন বারবার সভাপতি বদলেও বিজেপির কোন লাভ হবে না, বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ থেকে ৩৭ এ নেমে যাবে।