অরুণ কুমার সাউ, তমলুক:পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত ডিমারিতে আতমা প্রকল্পের সহযোগিতায় বৈচিত্র্যময় চাষাবাদ নিয়ে ত্রিনয়নী সমবায় সমিতিতে ২৫ জন কৃষক কে দেওয়া হলো কৃষি প্রশিক্ষণ। মূলত হাঁস-মুরগী চাষ,মাশরুম চ…
অরুণ কুমার সাউ, তমলুক:পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত ডিমারিতে আতমা প্রকল্পের সহযোগিতায় বৈচিত্র্যময় চাষাবাদ নিয়ে ত্রিনয়নী সমবায় সমিতিতে ২৫ জন কৃষক কে দেওয়া হলো কৃষি প্রশিক্ষণ। মূলত হাঁস-মুরগী চাষ,মাশরুম চাষ মাছ, চাষ এবং সবজি ও ফুল চাষ নিয়ে করা হয় এই প্রশিক্ষণ। বৃহস্পতি বার ও শুক্রবার দুদিন ধরে চলবে এই প্রশিক্ষণ শিবির।
এই প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের সহ কৃষি অধিকর্তা, কৃষ্ণেন্দু হাইত,ব্লকের ফিশারি অফিসার, অলক কুমার মান্না, ভেটেনারি অফিসার নির্মল সামন্ত, কৃষি কর্মাধ্যক্ষ , দুর্গাপদ বাড়ি, ডিসটিক হর্টিকালচার অফিসার অতনু গুপ্ত। এই কৃষি প্রশিক্ষণ পেয়ে রীতিমতো খুশি এলাকার কৃষক বন্ধুরা।