নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চকের মহাবীর ক্লাবের পরিচালনায় আয়োজিত সূজাগঞ্জ সর্বজনীন দুর্গোৎসবের এবার ৭৫ তম বর্ষ। প্লাটিনাম জয়ন্তী বর্ষের এবারের পূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হলো শনিবার জন্মাষ্টমীর প…
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চকের মহাবীর ক্লাবের পরিচালনায় আয়োজিত সূজাগঞ্জ সর্বজনীন দুর্গোৎসবের এবার ৭৫ তম বর্ষ। প্লাটিনাম জয়ন্তী বর্ষের এবারের পূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হলো শনিবার জন্মাষ্টমীর পুণ্যতিথিতে। পূজা কমিটি ও কমিটির উপদেষ্টা মন্ডলীর পক্ষে উপস্থিত ছিলেন পুরপ্রধান সৌমেন খান,অধ্যাপক সুশান্ত মাইতি, কাঞ্চন খান,অমল কর, উত্তম দাস, দেবাশীষ সামন্ত, শুভাশীষ সামন্ত, স্নেহাশীষ রায় , অরিন্দম দাস,বিজয় দাস সহ অন্যান্যরা। এবারে পূজার থিম " আবার আসবো ফিরে এই বাংলায় '। পূজা কমিটির পক্ষে জানানো হয়েছে এবারের পূজার দিন গুলিতে শাস্ত্রীয় মতে পূজার পাশাপাশি প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা দিন গুলো ও তার আগে বেশকিছু সমাজসেবা ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।