অরুণ কুমার সাউ,দীঘা: কর বকেয়া থাকার কারনে দীঘায় তিনটি হোটেলে তালা দেওয়ায় উত্তেজনার পরিস্থিতি। পর্যটকদের হোটেল থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় দীঘা জুড়ে চাঞ্চল্য পরে যায়। এরপর পূর্ব মেদিনীপুর জেলাশাসকের নির্দেশে তালা খোলা…
অরুণ কুমার সাউ,দীঘা: কর বকেয়া থাকার কারনে দীঘায় তিনটি হোটেলে তালা দেওয়ায় উত্তেজনার পরিস্থিতি। পর্যটকদের হোটেল থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় দীঘা জুড়ে চাঞ্চল্য পরে যায়। এরপর পূর্ব মেদিনীপুর জেলাশাসকের নির্দেশে তালা খোলা হয়। জানা যায় কর বকেয়া থাকার জন্য তিনটি হোটেলের তালা লাগায় দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ জানায় পর্যটক পিছু যে কর জমা দেয়ার কথা তা জমা না দিলে উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বারে বারে জানানো হয় হোটেল ব্যবসায়ীদের। কিন্তু হোটেল ব্যবসায়ীরা এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে হোটেলে তালা লাগানো হয়। অপরদিকে হোটেল ব্যবসায়ীরা জানান কোন কারনে এই সরকারি কর জমা দেওয়া হয়নি, তা বলে রাত্রে পর্যটকদের বের করে দেওয়া উচিত হয়নি। জানা যায় শ্যামসুন্দর হোটেল সহ কয়েকটি হোটেলের বেশ কিছু টাকা বকেয়া ছিল। সে কারণেই এমন ঘটনা। তিনটি হোটেলে তালা লাগানো হলেও ১৭ টি হোটেলে এদিন তালা লাগানোর নির্দেশ ছিল। ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশ বাহিনীসহ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকগণ। পর্যটকদের দাবি তাদের রাতের বেলা বের করে দেওয়া হয়েছে। তাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি।