বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকতমলুক মহকুমা জুড়ে সম্প্রীতি রক্ষার্থে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে এলাকার মানুষজনদের বার্তা দেওয়া হল বর্তমান সময়কে লক্ষ্য …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
তমলুক মহকুমা জুড়ে সম্প্রীতি রক্ষার্থে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে এলাকার মানুষজনদের বার্তা দেওয়া হল বর্তমান সময়কে লক্ষ্য রেখেই রবীন্দ্রনাথের ভাবনাকে সামনে রেখে সবাইকে এগিয়ে যেতে হবে।
তমলুক মহাকুমার শহীদ মাতঙ্গিনী ব্লকের কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের অনতি দূরে গুলুডিয়া শ্রীরামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের ৪৮ তম প্রতিষ্ঠা দিবস ও রাখি বন্ধন উৎসবের পাশাপাশি ড্রিম কোয়েস্ট পাবলিক স্কুলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস পালন ও সেই সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করা হয়।
বর্তমান সময়োপযোগী রবি ঠাকুরের ভাবনাকে সামনে রেখে রাখি বন্ধনের তাৎপর্য ব্যাখ্যা করেন বিশিষ্ট শিক্ষাবিদ সুকুমার মাইতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঋত্বিক আদক ,অভিজিৎ সামন্ত, সুশান্ত সামন্ত থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। কোলাঘাট পাঁশকুড়া ময়না তমলুক চন্ডিপুর নন্দকুমার সহ বেশ কয়েকটি ব্লকে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।