Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্মেলনের অভর্থনা সমিতি গঠন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি চতুর্থ রাজ্য সম্মেলন আগামী ২৯ ও ৩০ শে নভেম্বর মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হবে।এই উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের শতাব্দী লজে।এই উপলক্ষ্যে …


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .... পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি চতুর্থ রাজ্য সম্মেলন আগামী ২৯ ও ৩০ শে নভেম্বর মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হবে।এই উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের শতাব্দী লজে।এই উপলক্ষ্যে কমল ঘোষকে সম্পাদক ও বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কীর্তি দে বক্সীকে সভাপতি করে ১২৫ জনের অভর্থনা সমিতি গঠিত হয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল, সিপিআইএম মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ, মেদিনীপুর শহর পশ্চিম এরিয়া কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল রাফে। এছাড়াও উপস্থিত ছিলেন বস্তি সমিতির রাজ্য ও জেলা নেতৃবৃন্দ। ছিলেন সিপিআইএম অন্যান্য জেলা নেতৃবৃন্দ ও সংগঠক গণ।এই সম্মেলনে রাজ্যের সমস্ত জেলার তিন শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।