Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জন্মাষ্টমীতে ধাতুর গোপাল ঠাকুর ও পোশাকের চাহিদা তুঙ্গে

অরুন কুমার সাউ, তমলুক: হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে শ্রীকৃষ্ণের জন্মদিনটিও বেশ তাৎপর্যপূর্ণ। এটি প্রতি বছরই ভক্তিভরে এবং ধুমধাম করে পালন করা হয়। মূলত ভগবান শ্রীকৃষ্ণের …


অরুন কুমার সাউ, তমলুক: হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে শ্রীকৃষ্ণের জন্মদিনটিও বেশ তাৎপর্যপূর্ণ। এটি প্রতি বছরই ভক্তিভরে এবং ধুমধাম করে পালন করা হয়। মূলত ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে। এই দিনটিতে  সবার ঘরে ঘরে গোপালের পুজো হয়ে থাকে। নানান অনুষ্ঠানের মধ্যে  থাকে কীর্তণ, উপবাস ও শোভাযাত্রা, তেমনি মণ্ডপ বা ঘরের পূজা।

জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বাংলার ঘরে ঘরে গোপাল রূপে  পূজিতো হয়। বাঙালির ঘরে ঘরে এদিন শ্রীকৃষ্ণ ঠাকুর গোপাল রূপে অর্থাৎ বাড়ি ছোট্ট ছেলেটি হিসেবে আদর ও যত্ন পায়। তাই ঘরে ঘরে আছে পেতলের তৈরি গোপাল। জন্মাষ্টমীর আগের দিন থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে বিভিন্ন ধাতুর তৈরি গোপাল মূর্তি চাহিদা একেবারে তুঙ্গে। সেই সাথে গোপালের পরিধানের পোশাক।


তমলুকের বড় বাজারে খোঁজ নিয়ে দেখা গেল গোপালের জন্য তৈরি পোশাকগুলো ৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত রয়েছে। পোশাকের মধ্যে রয়েছে ধুতি, মাথায় পাগড়ী, ওড়না। বিভিন্ন রংবেরঙের মনোগ্রাহী পোশাক গুলোর চাহিদা বর্তমানে যথেষ্ট বেড়েছে। গোপালের মাথায় মুকুট ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। সেই সাথে রাধার  পোশাক ৫০ টাকা থেকে শুরু। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাধা কৃষ্ণের অলংকারের দাম। দোকান দার পূর্ণচন্দ্র অধিকারীর কাছ থেকে এমনটাই জানা গেল। তিনি আরো বলেন কয়েক বছরে বিভিন্ন ধাতুর তৈরি গোপালের বাজার ক্রমশ বাড়ছে। এর ফলে গোপালের পোশাকের চাহিদাও বাড়ছে। তমলুকের এক বাসিন্দা ইন্দ্রজিৎ বাড় বলেন গত কয়েক বছর ধরেই আমরা গোপালের রাজ পোশাক কিনে নিয়ে যাচ্ছি।


দোকানে ভিড় যথেষ্ট থাকে। দাম যাই থাকুক না কেন একটা দিন গোপালকে মনের মত করে সাজিয়ে তুলতে গোপালের পছন্দমত সাজ দরকার। আর এর জন্যই দোকানের পর দোকান খুঁজে ভালো সাজ কিনতে হয়। তমলুকের বড় বাজারের কাঁসা-পিতলের বাসন এবং বিভিন্ন ধাতুর ঠাকুরের দোকান এর দোকানদার অসীম কুমার চন্দ্র বলেন, বর্তমান প্রজন্মের কাছে ধাতুর তৈরি গোপালের চাহিদা ক্রমশ বাড়ছে। দাঁড়িয়ে থাকা গোপাল,বাসা গোপাল, সবথেকে বেশি চাহিদা হামাগুড়ি দেওয়া গোপালের। তামা, পিতল, অষ্টধাতুর গোপল ঠাকুর বিক্রি হয়ে থাকে।

দেড়শ বছরের  পুরনো দোকানের ইতিহাসে গত দুবছর ধাতুর তৈরি গোপালের চাহিদা বেশী। এবং গোপাল যারা কিনছেন অল্প বয়সের মানুষজনের সংখ্যা বেশি। ময়না থেকে আসা এক মহিলা বলেন, দাম যাই হোক না কেন গোপাল খুশি হলেই আমরা খুশি। তাই পছন্দ মত গোপাল কেনাটাই আমাদের লক্ষ্য ছিল, তা পেয়েছি আনন্দ ভরে রাতে গিয়ে গোপালের উপাসনা চলবে।