Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৌর-র জন্মদিন উপলক্ষ্যে চারাগাছ রোপণ

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর কুইজ কেন্দ্রের দুই সদস্য কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ জানা ও গোয়ালতোড় বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অন্তরা বসু জানার একমাত্র পুত্র নরেন্দ্রপুর রা…


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : মেদিনীপুর কুইজ কেন্দ্রের দুই সদস্য কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ জানা ও গোয়ালতোড় বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অন্তরা বসু জানার একমাত্র পুত্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দশম শ্রেণীর মেধাবী ছাত্র সৌর জানার ষোড়শ জন্মদিন ছিল দিন কয়েক আগে।তখন সৌর হোস্টেলে ছিল। এখন সৌর দিন কয়েকের জন্য মেদিনীপুরে রয়েছে।সৌর'র পিতামাতার উদ্যোগে সৌর'র উপস্থিতিতে এবং মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় শুক্রবার সকালে মেদিনীপুর শহরের উপকণ্ঠে আমতলা এলাকায় বেশ কয়েকটি পলাশ ও বকুল গাছের চারা রোপণ করা হয়।

সুভাষ বাবু ও অন্তরাদেবী জানান সবুজায়নের বার্তা দিতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। এদিনের কর্মসূচিতে কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস,মণিকাঞ্চন রায় প্রমুখ। উল্লেখ্য কয়েকবছর আগে সৌর'র  জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের অতিথিদের আমন্ত্রণ করা সময় আমন্ত্রণ পত্রের পাশাপাশি একটি করে চারাগাছ দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন জানা দম্পতি।