নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .. সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিগত বেশ কয়েক বছরের মতো এবছরও রক্তদান শিবির আয়োজন করলো মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুল। শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরে ১৮ জন মহিলা সহ মোট ৪০ জন রক্…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর .. সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বিগত বেশ কয়েক বছরের মতো এবছরও রক্তদান শিবির আয়োজন করলো মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুল। শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরে ১৮ জন মহিলা সহ মোট ৪০ জন রক্তদাতা রক্তদান করেন।
শিবিরে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা-শিক্ষাকর্মী-নিরাপত্তা রক্ষীরা যেমন রক্ত দেন তেমনি প্রাক্তন ছাত্রছাত্রীরা, অভিভাবকরা ও শুভানুধ্যায়ীরা রক্তদান করেন।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর ষড়ঙ্গী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি তথা বিদ্যালয়ের লোকাল ম্যানেজিং কমিটির সদস্য মদনমোহন মাইতি, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক, রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নন্দকুমার গৌতম সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা।