Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের পাতে পড়ল তালের পিঠে

অরুণ কুমার সাউ, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কাঁথি নতুন চক্রের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরভাবে পালিত হলো রাখি বন্ধন অনুষ্ঠান। রং-বেরঙের রাখি পরিয়ে অনুষ্ঠানে শিশুরা একে অপরকে সৌভ্রাতৃত্বের বন্ধনে , স্নেহের ব…


অরুণ কুমার সাউ, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কাঁথি নতুন চক্রের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরভাবে পালিত হলো রাখি বন্ধন অনুষ্ঠান। রং-বেরঙের রাখি পরিয়ে অনুষ্ঠানে শিশুরা একে অপরকে সৌভ্রাতৃত্বের বন্ধনে , স্নেহের বন্ধনে আবদ্ধ হয়। সেই সাথে মিড-ডে মিলের পাতে তালের পিঠে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ল খুদে পড়ুয়ারা। শনিবার মিড ডে মিলে ওদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ মেনুতে ছিল তালের পিঠে, যা তারা খুবই আনন্দের সাথে গ্রহণ করে। মহা-আনন্দে তালের বড়া খেতে খেতে রাখি বন্ধন উৎসবের আমেজ উপভোগ করল পড়ুয়ারা। এর আগে একাধিকবার এই স্কুলের মিড-ডে মিলে স্বাদবদল ঘটাতে আম-কাঁঠালের পাশাপাশি মাংসেরও আয়োজন করেন শিক্ষক-শিক্ষিকারা।

এদিন পড়ুয়াদের মেনুতে বদল আনতে অন্য কিছু চিন্তা করেন তাঁরা। সেইমতো সকাল হতেই গ্রামে গ্রামে পাকা তালের খোঁজে বেরিয়ে পড়েন মিড ডে মিলের রান্না যাঁরা করেন। সব কিছু জোগাড়যন্ত্রের পর স্কুলের মিড-ডে মিলের রাঁধুনিরাই বসে যান পড়ুয়াদের জন্য তালের বড়া বানাতে। এদিন প্রায় জন ছাত্রছাত্রী সেই তালের বড়া খেয়ে আনন্দে মেতে ওঠে। পঞ্চম শ্রেণির সেক রাকিব বলে, প্রত্যেকদিন ভাত, ডাল, তরকারি হয় স্কুলে। কিন্তু আজ তালের বড়াও হয়েছে। খুবই ভাল লাগছে তালের বড়া করায়।


চতুর্থ শ্রেণীর ছাত্র অভিনব পন্ডা বলে ,আমাদের স্কুলে প্রায়ই নতুন নতুন রান্নাবান্না হয়। সেই সাথে আমাদের বিদ্যালয়ে মরশুম অনুযায়ী ফল , সবজি ,বিভিন্ন খাবার খাওয়ানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ মাইতি জানান যে বিদ্যালয়ের কর্তৃপক্ষ সকল শিক্ষক-শিক্ষিকার মিলিত প্রচেষ্টায় চেষ্টা করেন বিশেষ বিশেষ দিনগুলোতে ওদের জন্য মিড ডে মিলে নিত্য নতুন খাওয়ারের ব্যবস্থা করা হয়, যাতে করে ওরা বিদ্যালয়ের মিড ডে মিল আর আনন্দসহকারে গ্রহণ করে ও ওদের স্বাদেরও পরিবর্তন হয় ।

আজ মিড-ডে মিলের সঙ্গে ছাত্রছাত্রীদের তালের বড়া ও গুলগুলো খাওয়ানো হল। তালের বড়া ও গুলগুলো খেয়ে বাচ্চারা খুব মজা পেয়েছে।