নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...... ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সেনানী ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা প্রয়াত মুজফ্ফর আহমদ-এর ১৩৭ তম জন্মদিন ও পশ্চিম মেদিনীপুর এনবিএ - র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে …
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ...... ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সেনানী ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা প্রয়াত মুজফ্ফর আহমদ-এর ১৩৭ তম জন্মদিন ও পশ্চিম মেদিনীপুর এনবিএ - র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে মঙ্গলবার বিকেলে সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি আলোচনা সভা। ঐতিহ্যবাহী বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে আয়োজিত ভীড় উপচে পড়া এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিস্ট নেতা ডাঃ সূর্যকান্ত মিশ্র। 'একবিংশ শতাব্দীতে সমাজতন্ত্রের জন্য সংগ্রাম' শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন ডাঃ মিশ্র। এদিন জেলা এনবিএ-র লোগো প্রকাশ করলেন ডাঃ সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি এদিন গতবছর জেলার বিভিন্ন শারদীয় বুকস্টলে বই বিপননের ক্ষেত্রে যে সমস্ত এরিয়া কমিটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল তাদের পুরস্কৃত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম এর জেলা সম্পাদক বিজয় পাল। উপস্থিত ছিলেন সিপিআইএম এর প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায়,রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি,তাপস সিনহা, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গীতা হাঁসদা,সবুজ ঘোড়াই, অশোক সাঁতরা, মেঘনাদ ভূঁইয়া,সমর মুখার্জি,গোপাল প্রামাণিক,প্রাণকৃষ্ণ মন্ডল, কমল পলমল , সৌগত পন্ডা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছিলেন বিভিন্ন এরিয়া কমিটির নেতৃবৃন্দ ও দলীয় সদস্য ও সমর্থক গণ।