অরুণ কুমার সাউ,হলদিয়া : হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাটে দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক থেকে যাত্রী নিয়ে এসে নামানোর পর টার্ন নিয়ে ঘোরানোর সময় ভেসেলের নীচের অংশের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল ভেসেল।বুধবার বিকেল নাগাদ এই ঘটনাটি ঘটেছে জ…
অরুণ কুমার সাউ,হলদিয়া : হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাটে দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক থেকে যাত্রী নিয়ে এসে নামানোর পর টার্ন নিয়ে ঘোরানোর সময় ভেসেলের নীচের অংশের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল ভেসেল।বুধবার বিকেল নাগাদ এই ঘটনাটি ঘটেছে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভেসেলে যাত্রী না থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও ভেসেলের নীচের অংশ নষ্ট হয়ে যায়। এই ঘটনায় অপর ভেসেলের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে হইচই ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুঁকড়াহাটি ফেরিঘাট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটনায় প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ করেছে।