Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাক্তন বিধায়ক ড.রজনী কান্ত দোলই-এর সপ্তম প্রয়াণ বার্ষিকী উদযাপন.

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.....জ্ঞানে গরীয়ান, মহত্বে মহীয়ান, কর্মে সমর্পিত প্রাণ, ভক্তিতে পূর্ণপ্রাণ মানবদরদী, শিক্ষাবিদ ও প্রাক্তন বিধায়ক ড. রজনীকান্ত দোলই-এর সপ্তম প্রয়াণ বার্ষিকী উদযাপন হলো যথাযোগ্য মর্যাদায় নানা সমাজসেবা ম…


 নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর.....জ্ঞানে গরীয়ান, মহত্বে মহীয়ান, কর্মে সমর্পিত প্রাণ, ভক্তিতে পূর্ণপ্রাণ মানবদরদী, শিক্ষাবিদ ও প্রাক্তন বিধায়ক ড. রজনীকান্ত দোলই-এর সপ্তম প্রয়াণ বার্ষিকী উদযাপন হলো যথাযোগ্য মর্যাদায় নানা সমাজসেবা মূলক কর্মসূচির মধ্য দিয়ে।

মঙ্গলবার সকাল থেকে ড.রজনীকান্ত দোলই মেমোরিয়াল ট্রাস্টে উদ্যোগে মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার রয়‍্যাল অ্যাকাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে বিনাব্যয়ে চিকিৎসকের পরামর্শ দেন

জেনারেল ফিজিসিয়ান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক, ইউরোলজিস্ট ও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ।


বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিররে ব্লাডসুগার পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ই.সি.জি করা হয়।

পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় মেদিনীপুর রোটারি আই হসপিটালের সহযোগিতায়।দুই শতাধিক নাগরিক স্বাস্থ্য পরীক্ষা করান।পাশাপাশি শতাধিক দুঃস্থ নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ ও বিনামূল্যে ওষুধ করা হয়।


ড.রজনীকান্ত দোলই মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত সবাইকে ট্রাস্টে পক্ষ থেকে স্বাগত জানান ট্রাস্টে সম্পাদক সত্যব্রত দোলই, সভাপতি 

মেরী দোলই ও সহ- সভাপতি ভক্তি দোলই। রজনীকান্ত দোলই-এর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের স্মরণ সভার কর্মসূচি শুরু হয়।


এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ড. রজনীকান্ত দোলই স্মৃতি সম্মান প্রদান করা হয় লেখক,সম্পাদক,গবেষক ভাস্করব্রত পতি,বাচিকশিল্পী ও নাট্যব্যক্তিত্ব অসীম বসু,সমাজকর্মী পঙ্কজ কুমার পাত্র, জাতীয় যোগাসন বিচারক ও প্রশিক্ষক আলোক কুমার পাল এই চার কৃতি ব্যক্তিত্বকে।


এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোগ পতি মদন মোহন মাইতি, ডাঃ গোলক বিহারী মাঝি, মৌ রায়, চিত্তরঞ্জন মুখার্জি, চিত্ত গরাই, প্রদ্যোৎ ঘোষ, নিশীথ কুমার দাস, শিশির চক্রবর্তী, জয়ন্ত সাহা, বিশ্বেশ্বর সরকার, হৃষিকেশ দে,রামানন্দ মুখার্জি,নির্মাল্য মুখোপাধ্যায়, আলোক বরণ মাইতি, অজিত বেরা, প্রণব চক্রবর্তী, দেবাশীষ দাস, বিনোদ মন্ডল, সুদীপ কুমার খাঁড়া, দিলীপ কুমার পান প্রমুখ বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অখিলবন্ধু মহাপাত্র ও শতাব্দী গোস্বামী চক্রবর্তী।  অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ট্রাস্টের সম্পাদক সত্যব্রত দোলাই।