Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথিতে ধান বোঝাই লরি উল্টে পুকুরে , আহত ৬, মৃত ২

অরুণ কুমার সাউ, কাঁথি: গাড়ি উল্টে মারাত্মক দুর্ঘটনা। শুক্রবার দুপুরে পুকুরে উল্টে পড়ল ধান বোঝাই গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। কাঁথির সাবাজপুট এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল বাহিনী ঘ…


অরুণ কুমার সাউ, কাঁথি: গাড়ি উল্টে মারাত্মক দুর্ঘটনা। শুক্রবার দুপুরে পুকুরে উল্টে পড়ল ধান বোঝাই গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। কাঁথির সাবাজপুট এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।


সারাদিন ধরে বৃষ্টি হলে ধান বোঝাই দশ চাকার লরি নিয়ন্ত্রণ উল্টে পড়েছে পুকুরে। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের বাগডিয়া তে এমন ঘটনা ঘটেছে। গাড়িতে ৮ জন থাকলেও তারমধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ। দুখানা ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করা হয়েছে।


 খারাপ রাস্তা থাকার জন্য এমনটা হয়েছে বলে স্থানীয় মানুষদের দাবি। শাবাজপুর অঞ্চল প্রধান রাম গোবিন্দ দাস জানান আহত ও নিহত ব্যক্তিরা সবাই স্থানীয় গ্রামের বাসিন্দা। মোট আটজন ছিল। বিকেল পর্যন্ত একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। অনেকক্ষণ ধরে উদ্ধারকার্য চলে। উদ্ধারকার্য চালানোর পর সবাইকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রত্যেকেই লরিতে লোডিং আনলোডিং এর কাজ করতো। এই ঘটনায় এলাকায় বেশ হতাশা ছড়িয়ে পড়েছে।