পূর্ব মেদিনীপুর ,তমলুক : শুরু হলো "আমাদের পাড়া আমাদের সমাধান"কর্মসূচি, তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তিনটি বুথে। উপস্থিত মহকুমা শাসক, চেয়ারম্যান।
আমাদের পাড়া আমাদের সমাধান। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপু…
পূর্ব মেদিনীপুর ,তমলুক : শুরু হলো "আমাদের পাড়া আমাদের সমাধান"কর্মসূচি, তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তিনটি বুথে। উপস্থিত মহকুমা শাসক, চেয়ারম্যান।
আমাদের পাড়া আমাদের সমাধান। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তিনটি বুথের সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন প্রশাসনিক আধিকারিক থেকে প্রশাসনিক কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান আপনার মতামত আপনার প্রয়োজন আপনার সিদ্ধান্ত। অতি বুধের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। দুমাস ধরে চলবে এই ক্যাম্প, এক মাস ধরে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা মূল্যায়ন করবেন কাজের।
৯০ দিন পর বাস্তবায়ন শুরু হবে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয় তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তিনটি বুথের সাধারণ মানুষরা ভিড় জমায় সেখানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলর। আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে আসা- এক উপভোক্তা মনে করেন দুয়ারী সরকারের মত এখানেও কাজ হবে আসা করছি।