Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে ভ্রমণ জ্ঞান লড়াইয়ে কুইজ প্রতিযোগিতা

অরুণ কুমার সাউ, তমলুক: বাঙালি মানেই ভ্রমন প্রিয়। আর সেই ভ্রমণ জ্ঞানকেই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে যাচাই করে নিতে তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে অনুষ্ঠিত হল ভ্রমণ কুইজ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু কুইজ প্রেমীরা উপস্থিত …


অরুণ কুমার সাউ, তমলুক: বাঙালি মানেই ভ্রমন প্রিয়। আর সেই ভ্রমণ জ্ঞানকেই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে যাচাই করে নিতে তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে অনুষ্ঠিত হল ভ্রমণ কুইজ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু কুইজ প্রেমীরা উপস্থিত হয়েছিলেন।এই ভ্রমণ কুইজের মূল লক্ষ্য ছিল শিশু কিশোর ও বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়াকে বিভিন্ন ধরণের অনলাইন গেমের আসক্তি থেকে বের করে এনে, তাদের ভ্রমণমুখী করা। সেই সঙ্গে কুইজের মধ্য দিয়ে জ্ঞানচর্চা করা এবং সর্বস্তরের মানুষের কাছে কুইজের প্রসার ঘটানো।


এদিনের অনুষ্ঠানে ভ্রমণ কুইজের পাশাপাশি প্রয়াত ডঃ মৌসম মজুমদার - এর স্মৃতিকথা ও জীবনধারা আলোচনা করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক ডঃ সৌমেন কুমার মহাপাত্র, মহিষাদল রাজ পরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ, ডাঃ প্রবীর ভৌমিক, নাট্যকার সুরজিৎ সিনহা, শশাঙ্ক মাইতি, কুইজমাস্টার ও শিক্ষক অরুণাংশু প্রধান, দেবকান্ত ভট্টাচার্য, লেখক সৌগত কান্ডার, শিক্ষিকা সুপর্ণা মজুমদার, শিক্ষক ও কুইজ মাস্টার কৃষ্ণ প্রসাদ ঘড়া, চয়ন চক্রবর্তী, চিত্রশিল্পী শ্রীতম ব্যানার্জি, ধীমান চক্রবর্তী, কুইজ মাস্টার দীপসুন্দর দিন্দা, দুই বিখ্যাত ভ্রমণ খ্যাত মানুষ শিবাজি পাল এবং পৃথ্বীজিৎ দত্ত। অনুষ্ঠানের আয়োজক ও সঞ্চালক কুইজ ট্রাভেলারের পক্ষে  অরুপ মান্না। কুইজ মাস্টার সন্দীপন দাস সহ অন্যান্যরা।


এদিন ভ্রমণ বিশারদ শিবাজি পাল ফাইনাল পর্বের বেশকিছু প্রশ্ন সঞ্চালনা করেন।তিরিশটি প্রশ্নের বাছাই পর্ব শেষে ফাইনালে ওঠেন ১৩ টি দল। এরমধ্যে তিনটি দল স্কুল কুইজের জন্য নির্ধারিত ছিল। ভ্রমণ জ্ঞান  লড়াই শেষে ৩৩৫ নম্বর পেয়ে প্রথম স্থান ছিনিয়ে নেন হলদিয়ার সুপ্রিয় মান্না এবং সুস্মিতা মান্নার জুটি। ৩২৫ দ্বিতীয় স্থান অধিকার করেন কলকাতার সুপ্রিয় মন্ডল এবং মৌমিতা পাত্র জুটি । ২৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে শেষ করেন হলদিয়ার কৌশিক মাজি এবং দোলন মাজি জুটি।২৮০ নম্বর পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন হুগলীর সুমন নিয়োগী এবং শ্রাবন্তী জানা জুটি। সফল কুইজারদের আর্থিক পুরষ্কার এর পাশাপাশি ছিল নানান ধরণের উপহার। দর্শকদের জন্যও ছিল আকর্ষনীয় সব পুরষ্কার। অনুষ্ঠানটি জেলা জুড়ে বেশ প্রশংসিত হয়েছে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে অরুপ মান্না জানান, ভ্রমণ বিষয়ক কুইজ জেলায় প্রথমবার অনুষ্ঠিত হল । যথেষ্টই সাড়া ফেলেছে। আগামী দিনে স্কুল ভিত্তিক ভ্রমণ কুইজের জন্য আমরা এখন থেকে ভাবনা চিন্তা করছি।