Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সকালে দোকান খোলার সাথে সাথে বন্দুক দেখিয়ে মুখ হাত-পা বেঁধে তিন দুষ্কৃতি ডাকাতি করল সোনা দোকানে।

পূর্ব মেদিনীপুর , তমলুক: সকালে দোকান খোলার সাথে সাথে বন্দুক দেখিয়ে মুখ হাত-পা বেঁধে তিন দুষ্কৃতি ডাকাতি করল সোনা দোকানে।সোনা ও নগদ মিলিয়ে আনুমানিক ৫০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার মিলন নগ…


পূর্ব মেদিনীপুর , তমলুক: সকালে দোকান খোলার সাথে সাথে বন্দুক দেখিয়ে মুখ হাত-পা বেঁধে তিন দুষ্কৃতি ডাকাতি করল সোনা দোকানে।

সোনা ও নগদ মিলিয়ে আনুমানিক ৫০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার মিলন নগর বাজারে সোনা দোকানের ঘটনা। প্রাথমিকভাবে জানা যায় তিন দুষ্কৃতীরা পায়ে হেঁটে এসেছিলো। দোকান খোলার সাথে সাথে দোকানের মধ্যে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। দোকানদারকে বন্দুক দেখিয়ে মুখ এবং হাত-পা বেঁধে দেয়। লুটপাট শুরু করে দুষ্কৃতীরা। পরে ওখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় মানুষজন গোগানির আওয়াজ শুনে ছুটে আসে, এসে দেখে দোকানদারের হাত-পা বাঁধা পড়ে রয়েছে। পরে তমলুক থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল এব্রার ও তমলুক থানার আইসি সুভাষ ঘোষ সহ পুলিশ আধিকারিকরা।