বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। অন্যদিকে সরস্বতী পূজা ও বিয়ের লগন। সব মিলিয়ে ত্রি ফলায় বৃহস্পতিবার রাজ্যে ফুলের দাম বেশ চড়া। পূর্ব মেদিনীপুরের দেউলিয়া ও কোলাঘাট সহ প্রায় ছোট বড…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। অন্যদিকে সরস্বতী পূজা ও বিয়ের লগন। সব মিলিয়ে ত্রি ফলায় বৃহস্পতিবার রাজ্যে ফুলের দাম বেশ চড়া। পূর্ব মেদিনীপুরের দেউলিয়া ও কোলাঘাট সহ প্রায় ছোট বড় ফুলবাজারগুলিতেই লাল গাঁদা ফুলের ঝুরো বিক্রি হয়েছে ৭০ টাকা,হলুদ গাঁদা ৮০ টাকা,চিনা গাঁদা ৭০ টাকা কেজি দরে। তিন ফুট লম্বা সাইজের কুড়ি পিস লাল গাঁদা ফুলের মালা ৪০০ টাকা,হলুদ গাঁদা ফুলের মালা ৫০০ টাকা,চিনা গাঁদা ফুলের ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অন্যদিকে সাদা চেরি ফুল বিক্রি হয়েছে ২৫০ টাকা কেজি দরে। এক একটি গোড়ে চেরি ফুলের মালা বিক্রি হয়েছে ১৫০ টাকা। গোলাপ ফুল প্রতি পিস বিক্রি হয়েছে ৩ টাকা দরে। রজনীগন্ধার কেজি পিছু দাম ছিল ৩০০ টাকা,দোপাটি ২০০ টাকা, অপরাজিতা ৫০০ টাকা। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে পদ্ম প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা ।সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এবারে ফুলের ফলন ভালো হয়েছে। অন্যদিকে একসঙ্গে সরস্বতী পূজা,২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিন, ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং ২৩ ও ২৪ শে জানুয়ারি বিয়ের লগন থাকার কারণে ফুলের নাম অনেকটাই চড়া । তবে সাধারণত: সরস্বতী পুজোর সময় অন্যান্য বছর যে দাম থাকে তার থেকে খুব বেশি চড়া ছিল না।