অরুন কুমার সাউ, তমলুক: তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বিশুদ্ধ পানীয় জলের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হলো। বুধবার তাম্রলিপ্ত পৌরসভা ও ধারিন্দা ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে ২০…
অরুন কুমার সাউ, তমলুক: তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বিশুদ্ধ পানীয় জলের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হলো। বুধবার তাম্রলিপ্ত পৌরসভা ও ধারিন্দা ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে ২০ নম্বর ওয়ার্ডে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়া। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাউন্সিলর বিমল চন্দ্র ভৌমিক, কাউন্সিলর গৌতম কুমার পাল, কাউন্সিলর বৈদ্যনাথ সিনহা, কাউন্সিলর চন্দন দে।
এছাড়াও উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং শিক্ষিকা তৃপ্তি বর্মন খাঁড়া, চন্দন প্রধান, জল দপ্তরের আধিকারিক ,পঞ্চায়েত সদস্য সুমিতা মান্না এবং সমাজসেবী পঞ্চানন খামরুই। সকলের উপস্থিতিতে এই নলকূপের কাজ শুরু হয়েছে এবং আশা করা যায় খুব শীঘ্রই এর সুফল পাবে বাসিন্দারা।
২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়া বলেন দীর্ঘদিনের জলের সমস্যা দূর করতে এই পানীয় জলের প্রকল্প গ্রহণ করা হয়েছে।প্রায় ২২ লক্ষ টাকা খরচা হবে। পানীয় জলের প্রকল্প শুরু হলে কেবল পৌরসভা নয় পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকাতেও মানুষ উপকৃত হবে। এই পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করতে পেরে আমরা বেশ আনন্দিত।