অরুণ কুমার সাউ,পাঁশকুড়া : বুধবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে ধর্ষকের কঠোর শাস্তি এবং হসপাতালের অস্থায়ী কর্মীদের নিরাপত্তা সহ সুপারের পদত্যাগের দাবিতে পাঁশকুড়ার পীতপুর বাজারে রাজ্য সড়ক অবরোধ মিছিল ও সুপারের নিকটে ডেপুট…
অরুণ কুমার সাউ,পাঁশকুড়া : বুধবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে ধর্ষকের কঠোর শাস্তি এবং হসপাতালের অস্থায়ী কর্মীদের নিরাপত্তা সহ সুপারের পদত্যাগের দাবিতে পাঁশকুড়ার পীতপুর বাজারে রাজ্য সড়ক অবরোধ মিছিল ও সুপারের নিকটে ডেপুটেশন জমা দিল বামফ্রন্টের সদস্যরা।
পাঁশকুড়ার সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালের অভ্যন্তরে লাগাতার ধর্ষণের শিকার হতেন মহিলা নিরাপত্তা কর্মীরা। সম্প্রতি এক নির্যাতিতা মহিলা নিরাপত্তা রক্ষী এই বিষয়ে থানায় অভিযোগ দায়েরের করে। বেসরকারি একটি সংস্থার অধীনে পাঁচ বছর ধরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়ার্ড গার্ল অর্থাৎ নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওই নির্যাতিতা মহিলা।
ওই সংস্থার ফেসিলিটি ম্যানেজার স্থানীয় পীতপুর গ্রামের জাহির আব্বাস খান নামে এক ব্যক্তি গত রবিবার ডিউটি রত অবস্থায় ওই মহিলা নিরাপত্তা রক্ষীকে জোর করে হাসপাতালের বহির্বিভাগে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
বাম নেতৃত্বের দাবী অভিযুক্ত ধর্ষক স্থানীয় তৃনমূলের নেতা। কর্মক্ষেত্রের মধ্যেই এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন হাসপাতালের অভ্যন্তরে স্বাস্থ্যকর্মীরা সহ এলাকর মানুষ। এই ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও হাসপাতালের অস্থায়ী কর্মীদের নিরাপত্তা সহ সুপারের পদত্যাগের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বাম সদস্য ইব্রাহিম আলি, নাজির হোসেন ,মহাদেব মাইতি, রিতা দত্ত , নির্মল বেরা সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।




