নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....মহালয়ার দিনে বিভিন্ন টিভি চ্যানেলে আয়োজন করেছিল বিভিন্ন ধরনের অনুষ্ঠান। বেসরকারি টি ভি চ্যানেলে রূপসী বাংলাতেও এদিন সকালে অনুষ্ঠিত হয় রূপং দেহী শিরোনামে মাতৃবন্দনা অনুষ্ঠান।এই অনুষ্ঠানে অন্যান্…
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর ....মহালয়ার দিনে বিভিন্ন টিভি চ্যানেলে আয়োজন করেছিল বিভিন্ন ধরনের অনুষ্ঠান। বেসরকারি টি ভি চ্যানেলে রূপসী বাংলাতেও এদিন সকালে অনুষ্ঠিত হয় রূপং দেহী শিরোনামে মাতৃবন্দনা অনুষ্ঠান।এই অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি অংশ নিয়েছিল মেদিনীপুরের দুই বোন বাসবদত্তা মন্ডল ও সোমদত্তা মন্ডল। ছিল বাসবদত্তার বি এম মডেলিং একাডেমীর শিক্ষার্থীরাও। দেবী শাকম্বরী ও দেবী শতাক্ষী হিসেবে বাসবদত্তা ও সোমদত্তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।দুই মেয়ে একসাথে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য খুশি এদের মা বর্ণালী মন্ডল সহ পরিবার পরিজনেরা ও শুভানুধ্যায়ীরা। বর্ণলী মন্ডল চ্যানেল কর্তৃপক্ষ ও দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।
