অরুণ কুমার সাউ, তমলুক : পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মদিবস উদযাপিত হলো তমলুকের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে । এদিন সকালে তমলুকের কোর্ট পাড়ায় অবস্থিত বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে তমলুক কালচারা…
অরুণ কুমার সাউ, তমলুক : পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মদিবস উদযাপিত হলো তমলুকের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে । এদিন সকালে তমলুকের কোর্ট পাড়ায় অবস্থিত বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে তমলুক কালচারাল এসোসিয়েশন, বিদ্যাসাগর স্মরণ সমিতি, ওমেন্স কালচারাল ফোরাম। এদিন বিভিন্ন বিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকের চাঠরা কুঞ্জ রানী বাণীভবনে বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা সভায় শিক্ষক ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিন বিকেলে তমলুক বিদ্যাসাগর কৃষ্টি সম্মিলনীর উদ্যোগে বিদ্যাসাগরের জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা ও বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সদস্য শুভেন্দু শেখর দাস, তমলুক কৃষ্টি সম্মিলনীর সভাপতি অধ্যাপক মদনমোহন মাইতি, সম্পাদক গুরুপ্রসাদ জানা প্রমূখ। আলোচনা সভার শেষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রসঙ্গত তমলুক বিদ্যাসাগর কৃষ্টি সম্মিলনী দীর্ঘদিন যাবত এতদ এলাকার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিনা ব্যয়ে শ্রেণী শিক্ষণ করে থাকে এবং সারা বছর নানান মনীষীদের জীবনী চর্চার অনুষ্ঠান সংগঠিত করে।

