Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাল্যবিবাহ রোধে সচেতনতা কর্মসূচি

অরুণ কুমার সাউ, তমলুক: কামারদা চারু ভগবতী বালিকা বিদ্যামন্দিরে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি বাল্যবিবাহ রোধে এক বিশেষ আলোচনা চক্র ও স্লাইড শো প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞ…


অরুণ কুমার সাউ, তমলুক: কামারদা চারু ভগবতী বালিকা বিদ্যামন্দিরে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি বাল্যবিবাহ রোধে এক বিশেষ আলোচনা চক্র ও স্লাইড শো প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সদস্য তথা তমলুক এ পি জে আবদুল কালাম বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক বিষ্ণুপদ বাসুলি, নন্দকুমার সি ভি রামন বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পবিত্র কুমার ভক্তা, বিজ্ঞান কেন্দ্রের সদস্য ও ক্যারাটে প্রশিক্ষক পবিত্র গোস্বামী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী বেরা, পরিচালন সমিতির সভাপতি মলয় কুমার মাইতি সহ এলাকার বিশিষ্টজনেরা।

স্লাইড প্রদর্শনীতে স্পষ্টভাবে উঠে আসে বাল্যবিবাহের ক্ষতিকর দিক— অকাল মাতৃত্বের ফলে মাতৃমৃত্যুর আশঙ্কা বেড়ে যায়, শিক্ষার পথ বন্ধ হয়ে যায়, আর সমাজের সার্বিক উন্নয়নও বাধা প্রাপ্ত হয়। বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে, শিশুকাল হলো স্বপ্ন দেখার সময়, তাকে বিয়ের বোঝা চাপিয়ে দেওয়া এক প্রকার অবিচার। অনুষ্ঠানে আরও এক প্রেরণাদায়ক পর্ব ছিল জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে বিখ্যাত নারীদের ও প্রতিষ্ঠিত মহিলাদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতা। স্লাইড শো প্রদর্শনের পরে কুইজ পরিচালনা করেন কুইজ মাস্টার তথা নন্দকুমার সি ভি রামন বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পবিত্রবাবু ।তাঁদের জীবনের সাফল্য কাহিনি ও সংগ্রামের পথ ছাত্র-ছাত্রীদের মননে জাগিয়ে তোলে নতুন আশা ও উদ্দীপনা।শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালন সমিতির সভাপতি মলয় কুমার মাইতি। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতা কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে বাল্যবিবাহের অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে।