Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশিত হলো সতীনাথ চক্রবর্তী সম্পাদিত কালিকাপুরনোক্ত শ্রী শ্রী দুর্গা পূজা পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : একেবারে সহজ সরল বাংলা ভাষায় প্রকাশিত হল কালিকাপুরনোক্ত শ্রী শ্রী দুর্গা পূজা পদ্ধতি। এর আগে দুর্গাপূজার বিধি- ব্যবস্থা সংক্রান্ত নানা গ্রন্থ বিদ্বান ও নমস্য ব্যক্তিদের দ্বারা রচিত হলেও সেইসব …


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : একেবারে সহজ সরল বাংলা ভাষায় প্রকাশিত হল কালিকাপুরনোক্ত শ্রী শ্রী দুর্গা পূজা পদ্ধতি। এর আগে দুর্গাপূজার বিধি- ব্যবস্থা সংক্রান্ত নানা গ্রন্থ বিদ্বান ও নমস্য ব্যক্তিদের দ্বারা রচিত হলেও সেইসব গ্রন্থ প্রধানত সংস্কৃত ভাষায় রচিত। তাই তা সর্বজনবোধ্য হওয়ার ক্ষেত্রে অসুবিধা ছিল। বাংলা ভাষায় এই ধরনের গ্রন্থ রচনা কাজ এর আগে বিভিন্ন পন্ডিতেরা যে করেননি তা নয়। তবে সেসব গ্রন্থের প্রায়ই নানা রকমের ত্রুটি বিচ্যুতি দেখা যায়। সতীনাথ চক্রবর্তী সেইসব ত্রুটি বিচ্যুতি দূর করে যথাসম্ভব নিখুঁতভাবে সরল বাংলা ভাষায় দুর্গাপূজাপদ্ধতি সংক্রান্ত গ্রন্থটি সম্পাদনা করেছেন।

তৎকালীন অবিভক্ত মেদিনীপুরের নারায়ণগড় থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রামে সতীনাথ বাবুর জন্ম। গ্রামের পাঠ সমাপ্ত করে সতীনাথ বাবু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষায় প্রথম শ্রেণীর স্নাতকোত্তর (বেদবিভাগে)। কর্মসূত্রে তিনি সদ্য অবসরপ্রাপ্ত রেলকর্মী। তাদের পরিবারের প্রাচীন দুর্গাপূজায় আবাল্য তন্ত্রাচার্য হওয়ার অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ। তাই শাস্ত্রীয় পূজার সব খুঁটি-নাটিই একান্ত ভাবে তাঁর নখদর্পণে। বিশেষ করে এজন্যই তার পক্ষে সম্ভব হয়েছে পূজার ক্রম যথাসম্ভব যুক্তিসঙ্গত ভাবে লিপিবদ্ধ করা। তিথি স্বল্পতার কারণে অনেক সময় শাস্ত্রীয়ভাবে পূজা নির্বাহ করার যে জটিলতা দেখা যায় তারও সুচারু সমাধান সতীনাথ নির্দেশ করেছেন তাঁর এই গ্রন্থে। 


সতীনাথের এই গ্রন্থ সর্ববেদীয়দের জন্যই রচিত হয়েছে। মন্ত্রগুলির স্থুলাক্ষর শুধু সহজভাবে দৃষ্টিগম্য হয়েছে তাই নয়, দৃষ্টিনন্দনও হয়েছে। গ্রন্থটিতে যুক্ত দুর্গার বিভিন্ন রূপের রঙিন চিত্র নান্দনিকতার মাত্রা বৃদ্ধি করেছে গ্রন্থটির। এছাড়া দুর্গাস্তব, দুর্গার অষ্টোত্তর শতনাম, দুর্গাকবচ, দুর্গাস্তোত্র প্রভৃতির যোজনা গ্রন্থটির প্রায়োগিক দিকটিকে সমৃদ্ধ করেছে।

গ্রন্থটির জন্য 'শ্রী শ্রী দুর্গা ও শ্রী শ্রী দুর্গা পূজা' নামক একটি ভূমিকা লিখে দিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ভূতপূর্ব ও যশশ্বী অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী। অধ্যাপক চক্রবর্তী সম্পর্কে গ্রন্থলেখকের সহোদর অগ্রজ। নৃতাত্ত্বিক, ঐতিহাসিক ও সামাজিক দিক থেকে পৃথিবীতে কিভাবে শক্তিপূজার সূচনা হয়েছে, কিভাবে বিবর্তনের ধারায় দুর্গারূপের উদ্ভব ঘটেছে এবং কিভাবে দুর্গাপূজার প্রচলন ঘটেছে তার গবেষণাধর্মী বিবরণ আছে এই অধ্যাপক চক্রবর্তীর লেখা এই ভূমিকাটিতে। 

বাংলা ভাষায় লেখা সতীনাথের এই দুর্গাপূজাবিধি সাম্প্রতিককালে এক ব্যতিক্রমী সংযোজন।