পূর্ব মেদিনীপুর ,তমলুক,কাজল মাইতি*১১টি নথি লাগবে SIR-এ, কিকি নথি লাগবে, রইল বিস্তারিত*
২৮ অক্টোবর থেকে বাংলায় শুরু SIR। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এমানুরেশন ফর্ম পর্ব। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। ৭ ফেব্…
পূর্ব মেদিনীপুর ,তমলুক,কাজল মাইতি
*১১টি নথি লাগবে SIR-এ, কিকি নথি লাগবে, রইল বিস্তারিত*
২৮ অক্টোবর থেকে বাংলায় শুরু SIR। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এমানুরেশন ফর্ম পর্ব। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।
স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর ঘোষণা হলো বাংলায়। ২৮ অক্টোবর থেকে SIR বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন, বিহারের মতোই ১১টি নথি থাকছে এই ১২ রাজ্যে SIR-এর ক্ষেত্রে। এই ১১টি নথির একটি দেখালেই হবে। সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ড। তবে বার বারই জ্ঞানেশ কুমার মনে করিয়ে দিয়েছেন, আধার কার্ড অপশনাল। তিনি স্পষ্ট বলেছেন, ‘আধার নাগরিকত্বের প্রমাণ নয়। তবে আইডেন্টিটি প্রুফ হিসেবে SIR প্রক্রিয়ায় রাখা যেতে পারে।’ একই সঙ্গে এ দিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তিনি। এই ১১টি নথি কাদের দেখাতে হবে না, কারা সাধারণ ভাবেই SIR প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবেন, সেই বিষয়ও জানিয়ে দেন তিনি।
প্রথমে দেখে নেওয়া যাক ১১টি নথি কী কী
১. রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র
২. আপনার নামে ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও পরিচয়পত্র/সার্টিফিকেট/ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে।
৩. জন্মের শংসাপত্র।
৪. ভারতের পাসপোর্ট।
৫. স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য। যেখানে আপনার জন্মের সাল, তারিখ উল্লেখ রয়েছে।
৬. রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট।
৭. বনাঞ্চলে যাঁরা থাকেন, তাঁদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র।
৮. ওবিসি/এসসি/এসটি বা অন্য কোনও কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট।
৯. জাতীয় নাগরিকপঞ্জি বা NRC (যেখানে চালু হয়েছে)।
১০. রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার।
১১. সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি। অর্থাৎ দলিল, পরচা।
গত কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে BLO রা কাজ শুরু করেছে।
