বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক : গ্রাম-শহর নির্বিশেষে সমস্ত ইনফর্মাল হেল্থ কেয়ার প্রোভাইডারদের নাম সরকারীভাবে নথিভুক্তিকরন,রেজিস্টার্ড ডাক্তার দিয়ে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ ও স্বাস্থ্যকর্মী হিসাবে শংসাপত্র প্রদান,মেডিক্যাল অফিসারের …
বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক : গ্রাম-শহর নির্বিশেষে সমস্ত ইনফর্মাল হেল্থ কেয়ার প্রোভাইডারদের নাম সরকারীভাবে নথিভুক্তিকরন,রেজিস্টার্ড ডাক্তার দিয়ে বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ ও স্বাস্থ্যকর্মী হিসাবে শংসাপত্র প্রদান,মেডিক্যাল অফিসারের তত্বাবধানে সরকারী স্বাস্থ্য পরিষেবায় যথাযথভাবে কাজে লাগানো, ড্রাগ কন্ট্রোলার-পুলিশ-প্রশাসনের অন্যায় জুলুম ও হয়রানি বন্ধ করা প্রভৃতি দাবীতে বুধবার শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৬ তম জন্মদিবসে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন "প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া(পি এম পি এ আই)"র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে তমলুকের সুবর্ণ জয়ন্তী হলে চতুর্থ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল।
বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মূখ্য উপদেষ্টা ডাঃ তরুণ মন্ডল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ডাঃ প্রানতোষ মাইতি,, যুগল পাখিরা, ডাঃ তিমির কান্তি দাস,মেডিক্যাল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস,ডাঃ বিশ্বনাথ পড়িয়া সম্মেলন থেকে রামচন্দ্র সাঁতরাকে সভাপতি সুবীর মাইতিকে সম্পাদক করে নূতন জেলা কমিটি গঠিত হয়।
