অরুণ কুমার সাউ, তমলুক : যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে তমলুকের আমগেছিয়া বাপুজী সংঘের উদ্যোগে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। দিনটি উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন সকালে স্বামীজী…
অরুণ কুমার সাউ, তমলুক : যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে তমলুকের আমগেছিয়া বাপুজী সংঘের উদ্যোগে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। দিনটি উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন সকালে স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে উপস্থিত গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীদের সামনে তাঁর জীবন ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান প্রজন্মের কাছে স্বামীজীর প্রাসঙ্গিকতা তুলে ধরাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। দিনটিকে স্মরণীয় করে রাখতে কচিকাঁচাদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা ও উৎসাহ প্রদান। গ্রামীণ এলাকার এই মেধাবী পড়ুয়াদের আগামী দিনের প্রস্তুতির কৌশল নিয়ে বিশেষ পরামর্শ দেন উপস্থিত অতিথিরা। তাঁরা জানান: কিভাবে দুশ্চিন্তা মুক্ত হয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। লেখাপড়ার পাশাপাশি স্বামীজীর আদর্শ মেনে চারিত্রিক গঠন ও ব্যক্তিত্ব বিকাশের গুরুত্ব। শিক্ষক গৌতম নন্দ জানান "স্বামীজীর আদর্শই পারে আজকের যুবসমাজকে সঠিক পথের দিশা দেখাতে। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়াটাই আসল লক্ষ্য হওয়া উচিত।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক গৌতম বেরা ও সভাপতি হরিপদ বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রলয় কান্তি রায়, বিষ্ণুপদ নন্দ, বিশিষ্ট শিক্ষক গৌতম নন্দ, বিমল নন্দ, তপন ঘোড়াই সহ এলাকার অন্যান্য গুণীজনেরা। সমগ্র অনুষ্ঠানটিকে কেন্দ্র করে স্থানীয় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।