বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মানেই ফুলের সমাহার কলকাতায় গঙ্গার পাড়ে জগন্নাথ ঘাটের পরেই রাজ্যের বৃহত্তম ফুলের হাট বসে রূপনারায়ণের পাড়ে কোলাঘাটে। সেই খ্যাতির সাথে যেন সামঞ্জস্য রেখেই রবিবার 40 …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মানেই ফুলের সমাহার কলকাতায় গঙ্গার পাড়ে জগন্নাথ ঘাটের পরেই রাজ্যের বৃহত্তম ফুলের হাট বসে রূপনারায়ণের পাড়ে কোলাঘাটে।
সেই খ্যাতির সাথে যেন সামঞ্জস্য রেখেই রবিবার 40 টি দেশের জাতীয় ফুলের প্রদর্শন সহ ফুলের মেলা কোলাঘাটে শুরু হল রূপনারায়ণের কুলে গৌরাঙ্গ ঘাটে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সংকেত ক্লাবের উদ্যোগে এবং কিছু পুষ্পপ্রেমীদের সহযোগিতায় প্রায় দেড় হাজার ফুলের টবে ফুল ফুটিয়ে এই পুষ্প প্রদর্শনী গড়ে তোলা হয়েছে। উদ্বোধন করেন অশতিপর ফুল বিশেষজ্ঞ গোষ্ট বিহারী বেরা। এবারে এই ফুলের মেলার
অন্যতম বৈশিষ্ট্য হল প্রায় চল্লিশটি দেশের জাতীয় ফুলের প্রদর্শন। এইসব ফুলের সংগ্রাহক পুষ্পপ্রেমী নিমাই গুড়িয়া জানালেন," দঃ আফ্রিকার বার্ড অফ প্যারাডাইস, ইতালির হোয়াইট ওরিয়েন্টাল লিলি, আফগানিস্তানের টিউলিপ, জাপানের ক্রিশানথামাম গ্রীন ফুলের মত অনেক অচেনা অজানা ফুল সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই সব বিভিন্ন দেশের ফুল দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর থেকে সংগ্রহ করে তা অতি যত্ন সহকারে আকাশ পথে আনা হয়েছে শুধু এই ফুলের মেলার জন্যেই।"
ফুল পরিচর্চাকারিদের পক্ষে স্বপন মাজী, চিকিৎসক শ্যামল আদক, বিশ্বনাথ দাসরা ফুল নিয়ে উদ্বোধনী সভায় জানান,
"আবহাওয়া অনুকূল না হওয়া স্বত্বেও আমরা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফুলগাছ পরিচর্চার মাধ্যমে ফুল ফোটানোর চেষ্টা করেছি। "
বিরামহীন বয়ে যাওয়া রূপনারায়ণের কুলে অসাধারণ নৈসর্গিক শোভার মাঝে পাপড়ি মেলেছে ডালিয়া, বর্ণময় চন্দ্রমল্লিকা, পিটোনিয়া, জারবেরা থেকে বাহারি সব শীতের অতিথিরা। শুরু থেকে ফুলের মেলা দেখতে অগণিত প্রকৃতপ্রেমী মানুষের উপচেপড়া ভীড় নজরে পড়ার মত। চলবে ১০ই জানুয়ারি পর্যন্ত।
