Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আতঙ্কে যখন গোটা বিশ্ব জুড়ে তখন আশার আলো দেখাচ্ছে ভারতে বিজ্ঞানী সিমা মিশ্রা

আতঙ্কে যখন গোটা বিশ্ব জুড়ে তখন আশার আলো দেখাচ্ছে ভারতে বিজ্ঞানী সিমা মিশ্রা। হায়দাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সীমা বিশ্ব হাত ধরে আসতে চলেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন টি সেল এফবি ডগস। এই এই ভ্যাকসিনে করোনা ভাইরাস কে দমন করতে পার…


আতঙ্কে যখন গোটা বিশ্ব জুড়ে তখন আশার আলো দেখাচ্ছে ভারতে বিজ্ঞানী সিমা মিশ্রা। হায়দাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সীমা বিশ্ব হাত ধরে আসতে চলেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন টি সেল এফবি ডগস। এই এই ভ্যাকসিনে করোনা ভাইরাস কে দমন করতে পারবে বলে দাবি করা হচ্ছে।হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় তরফ থেকে জানানো হয়েছে যে করোনা ভাইরাস মানব শরীরে যেভাবে ঘাঁটি গেড়ে করেছে তার সংক্রামিত কোষ ও ও সংক্রামিত কোষগুলিকে দমন করতে সাহায্য করবো। এখনো পর্যন্ত মহামারী টিকা প্রথম ধাপ উত্তীর্ণ হয়েছে তাই করোনা ভাইরাস টিকা আখ্যা দেওয়া যায় না এখনো অনেকটা পথ বাকি। আশা করা যায় আগামী দিনে এই ভ্যাকসিন বিশ্বকে পুরোপুরি পথ দেখাবে
যে ভ্যাকসিন আবিষ্কার করতে ১৫ বছর লাগে সেখানে শক্তিশালী কম্পিউটারের সাহায্যে ১০ দিনেই সাফল্য পেয়েছেন সীমা তবে এখনো পর্যন্ত কোন তথ্য জনসমক্ষে আনা হয়নি। তবে আগামী দিনে করো না ভ্যাকসিন আবিষ্কারের ভারত দিশা দেখাবে এমনটাই আশাবাদী ভারতীয় গবেষকরা।
তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ৬লাখ ২১ হাজার মানুষ সংক্রামিত । জ্বর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬৫৩ জনের।ভারতে ও সংখ্যাটা বেড়ে চলেছে ৯৫৩ জনের। নতুন করে আক্রান্ত ৪৬ জন মৃত্যু কুড়ি জনের। হেনা পরিস্থিতির সীমা মিশ্রর আবিষ্কার আলোর দিশা দেখাবে বিজ্ঞানীদের আশা।