Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শতদল কাব্য সাহিত্য পত্রিকার সাপ্তাহিক সেরা পাঁচ

সাপ্তাহিক সেরা পাঁচ
পর্ব -২
বিষয় -উন্মুক্ত
বিভাগ -গদ্য কবিতা


নীরব ভালবাসা
মালা সেন দে
১৭।৩।২০২০

যখন নীরবে ছুঁয়ে যাও খোলা জানালায় ,
চোখের পাতায় স্পর্শ করে তোমার উপস্থিতি ।
গাছের পাতার ফাঁকে ঝলমল করে ওঠে স্বর্ণ বিন্দু,
আবেশ মাখিয়…



সাপ্তাহিক সেরা পাঁচ
পর্ব -২
বিষয় -উন্মুক্ত
বিভাগ -গদ্য কবিতা


নীরব ভালবাসা
মালা সেন দে
১৭।৩।২০২০

যখন নীরবে ছুঁয়ে যাও খোলা জানালায় ,
চোখের পাতায় স্পর্শ করে তোমার উপস্থিতি ।
গাছের পাতার ফাঁকে ঝলমল করে ওঠে স্বর্ণ বিন্দু,
আবেশ মাখিয়ে দিয়ে যাও ভালবাসার এক নীরব অনুভূতি ।

উষ্ণ পরশ দিয়ে যাও আমার মননে , ভালবেসে দাঁড়াও দ্বারে ,
তোমার উষ্ণ আলিঙ্গনের স্পর্শ আমি অনুভব করি ।
তোমার ভাষাহীন ভালবাসা মনের গভীরে দাগ রাখে ,
শরীরময় এক অনিন্দসুন্দর অবয়ব এসে জাগিয়ে দিয়ে যায় ।
খুঁজে পাই এক নির্বাক ভাষার আহ্বান ,
নীল আকাশে ছড়ানো আছে যে নীরব ভালবাসার চাদর ।
 পাখির কলতান খবর জানায় ভোরের আকাশে ,
গোধূলিবেলায় রক্তিম লালীমায় সীমানা ছড়ায় ।
অনাহুতের মতো তার আসা যাওয়া জাগতিক প্রেমে ,
দৃষ্টি পায় না দেখতে , তবু নীরবে রেখে যায় বকুল , হাস্নূহানার গন্ধ ।
শান্ত শীতল ঢেউ হয়ে দলবেঁধে ছুটে আসা বালিয়ারীতে ,
ভাসিয়ে দিতে চায় বন্ধনহীন সীমানা ছাড়িয়ে ।
নীরবে হৃদয়ে  রেখে যাও তোমার স্পন্দন ,
অনুভূতির দরজা খুলে আমি তোমাকে অনুভব করি ।
ভালোবাসি আমার চাওয়া পাওয়া তোমাকে ঘিরেই ,
ভালবাসি তোমার এই আত্মপ্রকাশ , নীরব ভালবাসা
তোমার নীরব ভালবাসায় আমি সংপৃক্ত  হতে চাই ॥