প্রিয়তমা
প্রভাতরবি (দিবাকর কুন্ডু)
আমার প্রাণের সুন্দর প্রিয়তমা,
দেখলাম তোমায় মুক্ত কেশে,
কলসী লয়ে কাঁখে নদীর ধারে,
ভোরের বেলা এক সুন্দর বেশে।
কোথায় ছিলে এতদিন তুমি,
কত যে খুঁজেছি তোমায় আমি,
তুমি যে অপরূপ রূপের মোহিনী,
হৃদয় গগন…
প্রিয়তমা
প্রভাতরবি (দিবাকর কুন্ডু)
আমার প্রাণের সুন্দর প্রিয়তমা,
দেখলাম তোমায় মুক্ত কেশে,
কলসী লয়ে কাঁখে নদীর ধারে,
ভোরের বেলা এক সুন্দর বেশে।
কোথায় ছিলে এতদিন তুমি,
কত যে খুঁজেছি তোমায় আমি,
তুমি যে অপরূপ রূপের মোহিনী,
হৃদয় গগনে তুমি আমার প্রণয়িনী।
তুমি যে মৃগনয়নি, তুমি আমার প্রণয়কাহিনী,
তুমি কৈরব রূপের অধিকারিণী,
তুমি আমার প্রতি নিশীথের,
ঘন আঁধারের স্বপনচারিণী।
লাল মাটির রাস্তায়,
যখন তুমি চলেছিলে হেঁটে,
দেখনি কেন তখন তুমি?
আমি যে ছিলাম তোমারই পিছে।